পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষক হাসান আলী (৫০) হত্যা মামলায় জামায়াতের ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু, জামায়াত নেতা আব্দুর রউফ, শাহজালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান মিজান ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব। আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার আমবাড়ী গ্রামে এবং সবাই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রায় ঘোষণা কালে দণ্ডপ্রাপ্ত ছয় আসামি উপস্থিত থাকলেও আসামি মিজানুর রহমান মিজান ও আবু তালেব পলাতক রয়েছেন।
রায়ে মামলার অপর ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাস প্রাপ্তরা হলেন, এমএ মালেক, লুৎফর রহমান, আবু বকর, রফিকুল ইসলাম, মুছা, আ. রহিম, আবু বক্কর ও শফিকুল ইসলাম।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চাঞ্চল্যকর ওই মামলার রায়ে আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত বছর কারাদণ্ড দিয়েছে। এই মামলায় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তারের পর থেকে তাঁদের সাজার মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার সদরের আদর্শ ডিগ্রি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ওই কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নানের সঙ্গে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লেবুর বিরোধ দেখা দেয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে নজরুলের লোকজন আব্দুল মান্নানের ওপর হামলা চালান। এ সময় পাশের সুই গ্রামের কৃষক হাসান আলী আব্দুলকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল হালিম প্রামাণিক জানান, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট না। ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব।’
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষক হাসান আলী (৫০) হত্যা মামলায় জামায়াতের ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু, জামায়াত নেতা আব্দুর রউফ, শাহজালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান মিজান ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব। আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার আমবাড়ী গ্রামে এবং সবাই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রায় ঘোষণা কালে দণ্ডপ্রাপ্ত ছয় আসামি উপস্থিত থাকলেও আসামি মিজানুর রহমান মিজান ও আবু তালেব পলাতক রয়েছেন।
রায়ে মামলার অপর ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাস প্রাপ্তরা হলেন, এমএ মালেক, লুৎফর রহমান, আবু বকর, রফিকুল ইসলাম, মুছা, আ. রহিম, আবু বক্কর ও শফিকুল ইসলাম।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চাঞ্চল্যকর ওই মামলার রায়ে আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত বছর কারাদণ্ড দিয়েছে। এই মামলায় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তারের পর থেকে তাঁদের সাজার মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার সদরের আদর্শ ডিগ্রি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ওই কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নানের সঙ্গে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লেবুর বিরোধ দেখা দেয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে নজরুলের লোকজন আব্দুল মান্নানের ওপর হামলা চালান। এ সময় পাশের সুই গ্রামের কৃষক হাসান আলী আব্দুলকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল হালিম প্রামাণিক জানান, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট না। ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব।’
যশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
৮ মিনিট আগেসীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জে নদীপথে সাঁতরে অবৈধভাবে গরু-মহিষ ও মাদকদ্রব্য আনতে গিয়ে রাখাল হতাহত ও নিখোঁজের ঘটনা যেন এখন নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, অর্থের লোভে চোরাকারবারিদের হয়ে কাজ করতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে বাংলাদেশি রাখালদের।
১৫ মিনিট আগেরাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেটকার থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে নিহতদের স্বজনেরা। মরদেহের শরীরে রক্ত ও মুখ ফোলা দেখেই এই সন্দেহ তাঁদের।
৩৩ মিনিট আগে‘আমাদের ছেলে শহীদ আজিজুল ইসলাম ৩০ পারা কোরআনের হাফেজ। তার লাশ তুললে তিনটা কবর খুঁড়তে হবে। একটায় থাকব ছেলে। বাকি দুটায় আমরা স্বামী-স্ত্রী। জীবন থাকতে কবর থেকে হাফেজ ছেলের লাশ তুলতে দেব না।’ জুলাই আন্দোলনে শহীদ আজিজুল ইসলামের বাবা আব্দুর রহিম ও মা রেজিয়া বেগম এমন কথা জানান।
১ ঘণ্টা আগে