Ajker Patrika

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৩৮
গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ইজিবাইকেরর চালক টুকু আমিন (৬৫) এবং যাত্রী সোহাগ মিয়া (২২), আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) ও সুজন মালি (৪০)। তাঁদের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি ও মধ্যপাড়া গ্রামে। বাকি একজনের পরিচয় মেলেনি। 

আহতরা হলেন সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্র (২২)। তাঁদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। নিহত সবাই অটোরিকশার যাত্রী।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত