বৃষ্টি ও বাতাসে গমগাছ পড়ে গিয়ে বেড়েছে কাটার খরচ, ফলনও কমার শঙ্কা
কল্যাণপুর গ্রামের গমচাষি জুয়েল আহমেদ বলেন, ‘এ বছর মাঠে ভালো গম হয়েছে। তবে বৃষ্টি ও দমকা হাওয়ায় গম পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়ে গেল। মেশিনে এক বিঘা জমির গম কাটতে সময় লাগছে ১৫-২০ মিনিট। আশা করছি, সপ্তাহখানেক সময় পেলে মাঠের সব গম কাটা হয়ে যাবে।’