‘গরিবের কিসের শীত, না খাটলে পেট চলে না’
‘আমাদের মতো গরিবের আবার কিসের শীত, না খাটলে পেট চলে না। যতই ঠান্ডা পড়ুক, পেটের তাগিদে আমাদের বের হতেই হবে। কাজ করলে মুখে ভাত উঠবে, না হলে উপোস থাকতে হবে। ভ্যান চালিয়ে আয় হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। শীতে মানুষ তেমন বের হতে পারছে না। ছেলেমেয়েদের লেখাপড়া, সংসার খরচ, ওষুধের দাম—সব মিলিয়ে ভালো নেই।’ এভাবেই