Ajker Patrika

গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৫: ৫৭
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাহারুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাওট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহারুল বাওট গ্রামের মহিরুদ্দীন ওরফে কুরু বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সংঘর্ষে নাহারুল মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের আহত হন সাত-আটজন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, কালু হোসেন গ্রুপ ও এনামুল হকের গ্রুপের সংঘর্ষে নাহারুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। গতকাল রাতে স্থানীয় এক দোকানে এ নিয়ে তর্কবিতর্ক হয়। তারই রেশ ধরে একপর্যায়ে সংঘর্ষে নাহারুল ইসলাম মারাত্মক আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার (ওসি) মো. তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত