গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে একটি দোকানের সামনে থেকে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারের মো. রবিউল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে।
রবিউল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে দুটি বোমাসদৃশ বস্তু দেখি। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক গাংনী থানার পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে। চিরকুটটিতে জীবননাশের হুমকি দেয়।’
তিনি আরও বলে, ‘কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই সূত্রের জেরে আওয়ামী লীগের লোকজন আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানের সামনে এসব রেখে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিল্লাহ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মেহেরপুরের গাংনীতে একটি দোকানের সামনে থেকে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারের মো. রবিউল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
রবিউল ইসলাম উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে।
রবিউল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে দুটি বোমাসদৃশ বস্তু দেখি। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক গাংনী থানার পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে। চিরকুটটিতে জীবননাশের হুমকি দেয়।’
তিনি আরও বলে, ‘কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই সূত্রের জেরে আওয়ামী লীগের লোকজন আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানের সামনে এসব রেখে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিল্লাহ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে ককটেল-সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১২ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৫ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৮ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩০ মিনিট আগে