ঘাস বেচে মাসে আয় ৫০ হাজার টাকা
কোনো কাজ ছোট নয়। প্রতিটি কাজকে সম্মান করা উচিত। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে সেই কাজই একদিন ভাগ্যবদলে দিতে পারে। তেমনি ভাগ্যবদলে গেছে, মেহেরপুর গাংনী উপজেলার মালসা দাহ এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের। দৈনিক মজুরিতে কাজ করে কষ্টের মধ্যে সংসার চালাতে হতো তাঁকে। এখন সেই কষ্টের অবসান ঘটেছে।