২৮ লাখ টাকা হারানো ৪ গরুর ব্যাপারীর অভিযোগ নিচ্ছে না পুলিশ, দুই থানায় ঠেলাঠেলি
রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় ‘আফতাবনগর হাটে’ গরু বিক্রি শেষে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮টি গরু বিক্রির প্রায় ২৮ লাখ টাকা খুইয়েছেন জামালপুরের চার ব্যাপারী। তাঁদের অভিযোগ, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) কিংবা অভিযোগ কোনোটাই নিচ্ছে না বাড্ডা থানা। বরং থানার সীমানা নিয়ে ঠেলাঠেলিতে বিপাকে পড়েছেন