Ajker Patrika

গরুবোঝাই পিকআপসহ গ্রেপ্তার যুবক কারাগারে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫৬
গরুবোঝাই পিকআপসহ গ্রেপ্তার যুবক কারাগারে

গাজীপুরের কালীগঞ্জে চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ মো. মইন উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান। 

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পূন্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক মইন উদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চোর চক্রের সদস্য বলে জানা গেছে।

ভুক্তভোগী আব্দুর রশিদ ও তার ছোট ভাই আলমগীর হোসেন বলেন, রাতে দুই ভাইয়ের পাঁচটি গরু পিকআপ ভ্যানে করে ত্রিপাল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিল কয়েকজন ব্যক্তি। এ সময় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পিকআপটি থামাতে বললে না থামিয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাস্তার পাশে ফেঁসে যায়। পরে পিকআপটি রেখে চালকসহ চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মইন উদ্দিনকে ধরে ফেলেন এলাকাবাসী। 

পরে কালীগঞ্জ থানা-পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চোরসহ পাঁচটি গরু ও পিকআপ ভ্যান আটক করে থানায় নিয়ে যায়। 

ওসি ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভর্তি ৫টি গরুসহ মইন উদ্দিনকে আটক করা হয়েছে। পরে কালীগঞ্জ থানায় ভুক্তভোগী আব্দুর রশিদ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সকালে তাঁকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত