আগামী বসন্তে যখন কানাডীয় গরু খামারি বেন লোউইথের বাছুর জন্মাবে, তখন তারা হবে বিশ্বের প্রথম গরুর জাত যাদের পেছনে নির্দিষ্ট পরিবেশগত উদ্দেশ্য রয়েছে। আর সেটি হলো—কম মিথেন নিঃসরণ করা।
লোউইথ ওন্টারিওর লিন্ডেনের তৃতীয় প্রজন্মের একজন খামারি। গত জুনে তিনি ১০৭টি গরু ও বকনা বাছুরকে কম মিথেন নিঃসরণকারী জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন ষাঁড়ের শুক্রাণু দিয়ে কৃত্রিম প্রজনন করান।
তিনি বলেন, ‘অন্যান্য বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে বেছে বেছে কম মিথেন নিঃসরণকারী গরু পালন করাটা সবার জন্য লাভজনক।’
বিজ্ঞানী ও গবাদি শিল্প বিশেষজ্ঞরা বলছে, কম মিথেন নিঃসরণকারী গবাদিপশু বাণিজ্যিকভাবে পালন করা গেলে তা গ্রিনহাউস গ্যাসের বৃহৎ উৎসের একটি কমে আসবে।
গবাদিপশুর উদ্গার বা ঢেকুর মিথেন নিঃসরণের সবচেয়ে বড় উৎস। লোউইথকে সিমেক্স নামের এক সংস্থা এই বিশেষ জাতের গরুর শুক্রাণু সরবরাহ করে। তারা বলছে, এই জাতের গরু পালনে কানাডার দুগ্ধ খামার থেকে মিথেন নিঃসরণের বাৎসরিক হার ১ দশমিক ৫ শতাংশ কমবে। এবং এই হারের হ্রাস ২০৫০ সাল নাগাদ ২০ থেকে ৩০ শতাংশে পৌঁছাতে পারে।
এই সংস্থার সহ–সভাপতি ড্রিউ স্লোন বলেন, এই বসন্তে সংস্থাটি কম মিথেন উৎপাদনের জন্য দায়ী জিন–সম্পন্ন ষাঁড়ের শুক্রাণু ৮০টি দেশে বাজারজাত করেছে। এর আগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও শ্লোভাকিয়ার খামারে এই শুক্রাণু সরবরাহ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া ডেভিস বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞানের অধ্যাপক ফ্র্যাঙ্ক মিটলোহনার বলেন, ‘এই জিন–সম্পন্ন শুক্রাণু যদি ব্যাপকভাবে গ্রহণ করা হয় তাহলে নিম্ন মিথেন নিঃসরণকারী জাত বৈশ্বিকভাবে গবাদিপশু পালনে গভীর প্রভাব ফেলতে পারে।’
অবশ্য অনেক খামারি এবং এ শিল্পের যুক্ত ব্যক্তিরা নিম্ন মিথেন উৎপাদনকারী গবাদিপশুর এই জাতের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না। তাঁদের আশঙ্কা, এই বৈশিষ্ট্য সম্পন্ন পশুর হজমে সমস্যা দেখা দিতে পারে।
আগামী বসন্তে যখন কানাডীয় গরু খামারি বেন লোউইথের বাছুর জন্মাবে, তখন তারা হবে বিশ্বের প্রথম গরুর জাত যাদের পেছনে নির্দিষ্ট পরিবেশগত উদ্দেশ্য রয়েছে। আর সেটি হলো—কম মিথেন নিঃসরণ করা।
লোউইথ ওন্টারিওর লিন্ডেনের তৃতীয় প্রজন্মের একজন খামারি। গত জুনে তিনি ১০৭টি গরু ও বকনা বাছুরকে কম মিথেন নিঃসরণকারী জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন ষাঁড়ের শুক্রাণু দিয়ে কৃত্রিম প্রজনন করান।
তিনি বলেন, ‘অন্যান্য বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে বেছে বেছে কম মিথেন নিঃসরণকারী গরু পালন করাটা সবার জন্য লাভজনক।’
বিজ্ঞানী ও গবাদি শিল্প বিশেষজ্ঞরা বলছে, কম মিথেন নিঃসরণকারী গবাদিপশু বাণিজ্যিকভাবে পালন করা গেলে তা গ্রিনহাউস গ্যাসের বৃহৎ উৎসের একটি কমে আসবে।
গবাদিপশুর উদ্গার বা ঢেকুর মিথেন নিঃসরণের সবচেয়ে বড় উৎস। লোউইথকে সিমেক্স নামের এক সংস্থা এই বিশেষ জাতের গরুর শুক্রাণু সরবরাহ করে। তারা বলছে, এই জাতের গরু পালনে কানাডার দুগ্ধ খামার থেকে মিথেন নিঃসরণের বাৎসরিক হার ১ দশমিক ৫ শতাংশ কমবে। এবং এই হারের হ্রাস ২০৫০ সাল নাগাদ ২০ থেকে ৩০ শতাংশে পৌঁছাতে পারে।
এই সংস্থার সহ–সভাপতি ড্রিউ স্লোন বলেন, এই বসন্তে সংস্থাটি কম মিথেন উৎপাদনের জন্য দায়ী জিন–সম্পন্ন ষাঁড়ের শুক্রাণু ৮০টি দেশে বাজারজাত করেছে। এর আগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও শ্লোভাকিয়ার খামারে এই শুক্রাণু সরবরাহ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া ডেভিস বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞানের অধ্যাপক ফ্র্যাঙ্ক মিটলোহনার বলেন, ‘এই জিন–সম্পন্ন শুক্রাণু যদি ব্যাপকভাবে গ্রহণ করা হয় তাহলে নিম্ন মিথেন নিঃসরণকারী জাত বৈশ্বিকভাবে গবাদিপশু পালনে গভীর প্রভাব ফেলতে পারে।’
অবশ্য অনেক খামারি এবং এ শিল্পের যুক্ত ব্যক্তিরা নিম্ন মিথেন উৎপাদনকারী গবাদিপশুর এই জাতের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না। তাঁদের আশঙ্কা, এই বৈশিষ্ট্য সম্পন্ন পশুর হজমে সমস্যা দেখা দিতে পারে।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৬৬। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৩তম।
১৫ ঘণ্টা আগেগতকালের মতো আজ ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে রয়েছে। অপরিবর্তিত রয়েছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, আজ রবিবার সকাল ৯টার ১০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৭৩। আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৫ তম।
২ দিন আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেঢাকার সুয়ারেজ ব্যবস্থাপনা ঠিক না হওয়া পর্যন্ত জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
২ দিন আগে