পশুখাদ্যে ভেজাল রোধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ
পশুখাদ্যে যাতে কেউ ভেজাল মেশাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশনে জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়।