কোরবানির পশুর দাম বাড়তে পারে ঢাকায়
ঈদুল আজহা সামনে রেখে দুই সিটি করপোরেশনের অস্থায়ী ১৯টিসহ রাজধানীর মোট ২১ হাটে ৬ জুলাই থেকে পশু বিকিকিনির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বেশির ভাগ হাটে আগেভাগেই পশু আনা শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঢাকায় চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা কম হওয়ায় এবার ক্রেতাদের বাড়তি দাম গুনতে হবে।