আফগানিস্তানে তীব্র শীতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। সপ্তাহান্তে দেশটির মধ্যাঞ্চলের ঘোর নামক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, বেশ কয়েকটি প্রদেশে শৈত্যপ্রবাহের ফলে তীব্র ঠান্ডা পড়ছে। ঠান্ডাজনিত কারণে গত সপ্তাহে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার প্রভাবে প্রাণ গেছে ৭০ হাজার গবাদিপশুরও।
দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি শীত পড়েছে। চলমান শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, ‘ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে ভারী তুষারপাত হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নানা অস্থিরতা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ তথ্য অনুযায়ী দেশটির মোট ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যা অর্ধেকের বেশিই খাদ্যসংকটের মুখে পড়েছে। তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থসহায়তা পাঠানো বন্ধ করে দেয়। এ ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
আফগানিস্তানে তীব্র শীতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। সপ্তাহান্তে দেশটির মধ্যাঞ্চলের ঘোর নামক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, বেশ কয়েকটি প্রদেশে শৈত্যপ্রবাহের ফলে তীব্র ঠান্ডা পড়ছে। ঠান্ডাজনিত কারণে গত সপ্তাহে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার প্রভাবে প্রাণ গেছে ৭০ হাজার গবাদিপশুরও।
দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি শীত পড়েছে। চলমান শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, ‘ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে ভারী তুষারপাত হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে নানা অস্থিরতা ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। সবশেষ তথ্য অনুযায়ী দেশটির মোট ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যা অর্ধেকের বেশিই খাদ্যসংকটের মুখে পড়েছে। তালেবান ক্ষমতা দখল করায় বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থসহায়তা পাঠানো বন্ধ করে দেয়। এ ছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সম্প্রতি ইরানের এক শীর্ষ কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ-হোসেইন সাফফার-হারান্দি দাবি করেছেন, রাশিয়া আগেই ইসরায়েলের কাছ থেকে জানতে পেরেছিল যে, তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে। তাঁর এই মন্তব্যে ইরানে রাশিয়ার ভূমিকাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, আগের মতো আর গান গাইছে না। এই নীরবতা বিজ্ঞানীদের উদ্বিগ্ন করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সমুদ্রের তলদেশে বসানো একটি হাইড্রোফোনে (ধ্বনি সংগ্রাহক যন্ত্র) ছয় বছরেরও বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নীল তিমির গানের পরিমাণ উল্লেখযোগ্যভা
৪ ঘণ্টা আগেইন্টেলের নতুন প্রধান নির্বাহী (সিইও) লিপ-বু তানের পদত্যাগ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তানকে ‘চরম বিরোধপূর্ণ’ একজন ব্যক্তি বলে অভিহিত করেছেন। চিনের বিভিন্ন কোম্পানির সঙ্গে তানের সম্পর্কের কারণে ইন্টেলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের জেরে যখন ভারত-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে, ঠিক সেই সময়েই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে
৫ ঘণ্টা আগে