‘আপা’ বলে বাসে উঠিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
এ সময় তাকওয়া পরিবহনে একটি বাস এসে তাদের সামনে দাঁড়ায়। বাস থেকে দৌড়ে এসে চালকের সহকারী মো. সজীব মিয়া টানাটানি করতে থাকেন তাঁদের। তখন সজীব বলেন, আপা ময়মনসিংহের বাস আসতে অনেক দেরি হবে, রাস্তায় সমস্যা। এত রাতে বাস না-ও পেতে পারেন বলে জোর করে তাকওয়া পরিবহনে বাসে তোলেন তাঁদের