Ajker Patrika

নগরকান্দায় কিশোরীর হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ২১: ৪০
Thumbnail image

ফরিদপুরের নগরকান্দায় ‍এক কিশোরীর হাত-মুখ বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পাটখেতে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ওই ভুক্তভোগী কিশোরী।

পরে পরিবার ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন স্থানীয় সাবেক চেয়ারম্যান পথিক তালুকদারের ভাই পলাশ তালুকদারের শ্যালক দহিসারা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে নাফিজ মোল্লা (২০), দেলোয়ার মোল্লার ছেলে শাওন মোল্লা (১৮) ও একই গ্রামের ওয়াদুত মুন্সির নাতি ও পার্শ্ববর্তী সালথা উপজেলার বল্লোভদি গ্রামের মন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা (২০)।

ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের মেয়েকে বেশ কিছু দিন ধরে নানাভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। তাঁদের প্রস্তাবে রাজি না হলে গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের একটি পাটখেতে হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করেন তাঁরা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কঠিন শাস্তি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ‘ভুক্তভোগী ও তার পরিবার ওই রাতে থানায় এসে বিষয়টি আমাদের জানিয়েছে। মেয়েটি এখন ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন পুলিশ তাদের আইনের আওতায় আনবে। এ ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত