ধানের দাম কমলেও চালের বাজার চড়া
ধানের ভরা মৌসুমেও কুষ্টিয়ায় টানা ৩৫ দিন ধরে চালের বাজার চড়া। এতে ধান চালের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে প্রশাসন। বিভিন্ন মিলে চালানো হয় অভিযান, করা হয় জরিমানা। এর মধ্যে ধানের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে কমেনি কোনো ধরনের চালের দাম। বরং বাসমতি চালের দাম কেজিতে আরও এক টাকা বেড়ে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।