সড়কের কাজে ‘অনিয়ম’
বান্দরবানের থানচি সদরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। থানচি-বান্দরবান সড়ক থেকে নাইদারীপাড়া পর্যন্ত ইটের সলিংসহ সড়কের ওপর ‘হেরিং বোন বন্ড’ (এইচবিবি) প্রকল্পে এই অনিয়ম হচ্ছে। অভিযোগ উঠেছে, পুরোনো নিম্নমানের ইট ও কাদামাখা বালু ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ফ্ল্যাট (লেয়ার) হেরিং করা হয়নি। এতে রাস্তাটি ট