ক্লাস্টার বোমা নিয়ে হামলা চালাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র, দাবি ইসরায়েলের
ইরানি ক্ষেপণাস্ত্র ক্লাস্টার বোমা নিয়ে ইসরায়েলে হামলা করেছে। এমনটাই দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরান অন্তত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে, যা আকাশে ফেটে গিয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দিয়েছে। যার উদ্দেশ্য ছিল বেসামরিক লোকজনের প্রাণহানি বাড়ানো।