উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
কেসিএনএ—তে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, কিম জং উন উত্তর কোরিয়ার অমানবিক বিমান প্রযুক্তি কমপ্লেক্সের (ইউএটিসি) তৈরি ড্রোন পরীক্ষার কার্যক্রম তদারকি করেছেন। এসব ড্রোনের উদ্দেশ্য হলো ভূমি ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানা।
এ সময় কিম জং উন আত্মঘাতী ড্রোন তৈরির জন্য ধারাবাহিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রায় এসব ড্রোন উৎপাদন শুরু করা উচিত।’ উল্লেখ্য, আত্মঘাতী ড্রোন হলো এমন এক ধরনের বিস্ফোরক বহনকারী মনুষ্যবিহীন আকাশযান, যা শত্রু লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃতভাবে আঘাত হানতে ব্যবহৃত হয়।
এর আগে, চলতি মাসের শুরুতে আবারও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে দেশটি যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
কেসিএনএ—তে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, কিম জং উন উত্তর কোরিয়ার অমানবিক বিমান প্রযুক্তি কমপ্লেক্সের (ইউএটিসি) তৈরি ড্রোন পরীক্ষার কার্যক্রম তদারকি করেছেন। এসব ড্রোনের উদ্দেশ্য হলো ভূমি ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানা।
এ সময় কিম জং উন আত্মঘাতী ড্রোন তৈরির জন্য ধারাবাহিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রায় এসব ড্রোন উৎপাদন শুরু করা উচিত।’ উল্লেখ্য, আত্মঘাতী ড্রোন হলো এমন এক ধরনের বিস্ফোরক বহনকারী মনুষ্যবিহীন আকাশযান, যা শত্রু লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃতভাবে আঘাত হানতে ব্যবহৃত হয়।
এর আগে, চলতি মাসের শুরুতে আবারও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে দেশটি যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে...
১ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি ‘শর্তসাপেক্ষ’ ও সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তার সমাধান সহজে হবে
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র ঘণ্টা তিনেক পরেই উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। শনিবার রাত ৮টার দিকে শ্রীনগরের রামবাগ এলাকায় শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হন। এর পর থেকেই উপত্যকার একাধিক শহরে ব্ল্যাকআউট ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
২ ঘণ্টা আগেচারদিনের টানা সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ’পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা এখন সাময়িকভাবে প্রশমিত হলেও, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে আলোচনার ধারাবাহিকতা ও আন্তরিকতার ওপর।
৩ ঘণ্টা আগে