Ajker Patrika

ইউক্রেনে আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া

ছবি: বিবিসি
ছবি: বিবিসি

ইউক্রেনকে লক্ষ্যবস্তু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।

ইউক্রেনের বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে রাশিয়ার আস্ট্রখান অঞ্চল থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল। ইউক্রেনের দানিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দিনের শুরুর ভাগের এই হামলায় রাশিয়া আইসিবিএম ছাড়াও আরও কয়েক ধরনের মিসাইল ব্যবহার করেছিল। এর মধ্যে অন্তত ৬টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।

সম্প্রতি রাশিয়ায় হামলা করতে মার্কিন নির্মিত ATACMS মিসাইল ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে চলমান যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে ওঠে। বাইডেন প্রশাসনের অনুমতি পেয়ে ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়াকে লক্ষ্য করে ATACMS মিসাইল নিক্ষেপ করেছে। আইসিবিএম মিসাইল নিক্ষেপ করে এই ঘটনারই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিছুই বলার নাই।’ তিনি বিষয়টিকে সেনাবাহিনী বিষয় বলে উড়িয়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত