‘কোটা’ জটিলতায় রোনালদোকে নিবন্ধন করাতে পারছে না আল নাসরে
আল নাসরের সঙ্গে চুক্তি করেই ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন ক্লাবের হয়ে খেলতে তর সইছে না তাঁর। সৌদি ক্লাবটিতে বরণের দিনও জানিয়েছিলেন, খেলতে উন্মুখ হয়ে আছেন তিনি। কিন্তু অভিষেক ম্যাচের জন্য বাধা হয়ে দাঁড়ায় কিশোর ভক্তের মোবাইল বিতর্ক।