ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির হয়ে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন তিনি। তবে বিতর্কিত এক কাণ্ডের জন্য সৌদিতে অভিষেক হতে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এর জন্য অবশ্য রোনালদো নিজেই দায়ী। গত বছরের এপ্রিলে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ১৪ বছর বয়সী কিশোর ভক্ত জ্যাকব হার্ডিংয়ের মোবাইল ভেঙেছিলেন তিনি।
প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হারার পর ড্রেসিংরুমে ফেরার পথে ওই ভক্ত ছবি তুলতে চাইলে এমন কাণ্ড ঘটান তিনি। এর জন্য পরে অবশ্য ভক্ত ও তাঁর মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি রোনালদো। সেই ঘটনার তদন্ত করে বিশ্বকাপের আগে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞা এখন বহাল আছে। তাই আল নাসরের হয়ে ৩৭ বছর বয়সী তারকাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে সৌদি আরবের অভিষেকেও পিছিয়ে গেছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
তবে রোনালদো মনে করেছিলেন তাঁর নিষেধাজ্ঞা হয়তো শেষ হয়েছে। কেননা, ম্যানইউর সঙ্গে তাঁর চুক্তি থাকা অবস্থায় দুটি ম্যাচ খেলেছিল তাঁর সাবেক ক্লাব। অবশ্য ওই দুই ম্যাচের সময় ক্লাবের সঙ্গে ছিলেন না তিনি। এ জন্যই আজ আল তায়েরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এদিকে তাঁর অভিষেক ম্যাচ দেখার জন্য আল নাসরের ২৮ হাজার সমর্থকও টিকিট কেটেছিল। এখন রোনালদোর মতো তাঁদেরও অপেক্ষা করতে হচ্ছে।
রোনালদো যোগ দেওয়ার পরেই অনেক কিছুর পরিবর্তন হয়েছে আল নাসরসহ পুরো সৌদি আরবের। পর্তুগিজ তারকাকে কেনার সময় ক্লাবটির টুইটারে অনুসারী ছিল ৫ লাখ।
অনুসারীর সংখ্যা এখন তরতর করে বেড়ে প্রায় ৯৫ কোটির মতো হয়েছে। এ ছাড়া দেশটিতে তাঁর জার্সিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।
রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির হয়ে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন তিনি। তবে বিতর্কিত এক কাণ্ডের জন্য সৌদিতে অভিষেক হতে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এর জন্য অবশ্য রোনালদো নিজেই দায়ী। গত বছরের এপ্রিলে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ১৪ বছর বয়সী কিশোর ভক্ত জ্যাকব হার্ডিংয়ের মোবাইল ভেঙেছিলেন তিনি।
প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হারার পর ড্রেসিংরুমে ফেরার পথে ওই ভক্ত ছবি তুলতে চাইলে এমন কাণ্ড ঘটান তিনি। এর জন্য পরে অবশ্য ভক্ত ও তাঁর মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি রোনালদো। সেই ঘটনার তদন্ত করে বিশ্বকাপের আগে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞা এখন বহাল আছে। তাই আল নাসরের হয়ে ৩৭ বছর বয়সী তারকাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে সৌদি আরবের অভিষেকেও পিছিয়ে গেছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
তবে রোনালদো মনে করেছিলেন তাঁর নিষেধাজ্ঞা হয়তো শেষ হয়েছে। কেননা, ম্যানইউর সঙ্গে তাঁর চুক্তি থাকা অবস্থায় দুটি ম্যাচ খেলেছিল তাঁর সাবেক ক্লাব। অবশ্য ওই দুই ম্যাচের সময় ক্লাবের সঙ্গে ছিলেন না তিনি। এ জন্যই আজ আল তায়েরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এদিকে তাঁর অভিষেক ম্যাচ দেখার জন্য আল নাসরের ২৮ হাজার সমর্থকও টিকিট কেটেছিল। এখন রোনালদোর মতো তাঁদেরও অপেক্ষা করতে হচ্ছে।
রোনালদো যোগ দেওয়ার পরেই অনেক কিছুর পরিবর্তন হয়েছে আল নাসরসহ পুরো সৌদি আরবের। পর্তুগিজ তারকাকে কেনার সময় ক্লাবটির টুইটারে অনুসারী ছিল ৫ লাখ।
অনুসারীর সংখ্যা এখন তরতর করে বেড়ে প্রায় ৯৫ কোটির মতো হয়েছে। এ ছাড়া দেশটিতে তাঁর জার্সিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে