Ajker Patrika

রোনালদোর অভিষেকে শীর্ষে আল নাসর 

রোনালদোর অভিষেকে শীর্ষে আল নাসর 

অবশেষে গতকাল সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হয়েই গেল। রোনালদোর অভিষেকটাও হলো স্মরণীয়। ইত্তিফাককে ১-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠল আল নাসর। 

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গতকাল পুরো ৯০ মিনিট খেলেছেন রোনালদো। রোনালদো ৪টি শট নিলেও কোনোটি লক্ষ্য বরাবর নিতে পারেননি। ম্যাচে আল নাসরের একমাত্র গোল হয়েছিল ৩১ মিনিটে। আব্দুল মাজিদ আল সুলাইহিমের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। 

১-০ গোলে এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট হলো আল নাসরের। আল হিলালকে টপকে শীর্ষে উঠল রোনালদোর ক্লাব। ১৫ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১ পরাজয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। তৃতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৩১। 

এর আগে গত বৃহস্পতিবার প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে খেলেছেন রোনালদো। আল হিলাল ও আল নাসরের সমন্বয়ে গড়া সৌদি অল স্টার একাদশের নেতৃত্বে ছিলের তিনি। যে ম্যাচে দীর্ঘদিন পর মাঠে লিওনেল মেসির মুখোমুখি হয়েছিলেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড দুটো গোল করেছিলেন, যার একটি এসেছিল পেনাল্টিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত