প্রতারণার টাকায় ক্যাসিনো খেলতেন তাঁরা
জাল ভিসা প্রতারণার অভিযোগে রাজধানীর শাজাহানপুর থানার শান্তিবাগ ও গুলশান থানা কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া এ টাকা তারা খরচ করত ক্যাসিনোতে।