সুন্দরভাবে কথা বলার পাঁচ কৌশল
যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা তথা কথা, যা আমরা কমবেশি সবাই বলি। তবে কথা বলাও যে একটি শিল্প, তা হয়তো খেয়াল করি না সব সময়। পরিবার ও বন্ধু থেকে শুরু করে অ্যাকাডেমিক বা অফিসের প্রেজেন্টেশন, বিশেষত পাবলিক স্পিকিংয়ের সময় কথা বলার ধরন সুন্দর না হলে ঘটতে পারে নানা বিপত্তি। তাই সুন্দর কথা বলা খুব জরুরি।