চেয়ারম্যান স্যার: কোথায় জব করেন?
আমি: স্যার, বর্তমানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মরত আছি। (পাশে থেকে এক্সটারনাল বললেন, ওই যে স্যার, শেয়ার মার্কেট নিয়ে কাজ করে)।
চেয়ারম্যান স্যার: আচ্ছা বলুন তো ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিং জিনিসটা কী? এমনভাবে বলবেন যেন আমরা বুঝতে পারি।
আমি: স্যার, ওভার ইনভয়েসিং হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট পণ্য বা বস্তুর মূল্য আমদানির ক্ষেত্রে অরজিনাল মূল্যের চেয়ে বেশি দেখানো হয়। আর আন্ডার ইনভয়েসিংয়ের ক্ষেত্রে অরজিনাল মূল্যের থেকে কম দেখানো হয়।
চেয়ারম্যান স্যার: উদাহরণ দিন।
আমি: যদি আমি ১০০ টাকার কোনো জিনিস আমদানি করে ২০০-৩০০ টাকা দেখাই, সেটা ওভার ইনভয়েসিং।
চেয়ারম্যান স্যার: স্যার থামিয়ে দিয়ে বললেন, কিন্তু কেউ এ রকম কেন করবে?
আমি: ওভার ইনভয়েসিং করে অবৈধ অর্থ পাচারের সুযোগ পাবে, কালোটাকা সাদা করার সুযোগ পেয়ে যাবে, আর ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ পাবে মনে হয়। (আন্ডার ইনভয়েসিংয়ের উদাহরণ মাথায় আসছিল না তাই সরি বললাম)।
চেয়ারম্যান স্যার: আচ্ছা আপনি ট্যাক্সের কথা বললেন, বলুন তো Tax আর duty কাকে বলে?
আমি: স্যার, ট্যাক্স হচ্ছে সরকার কর্তৃক করদাতার ওপর আরোপিত অবশ্য প্রদেয় চার্জ। আর দেশে উৎপাদিত বা অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যে চার্জ আরোপিত হয় তাই ডিউটি।
(চেয়ারম্যান স্যার মাথা নেড়ে এক্সটারনাল স্যারকে ইশারা করলেন)।
এক্সটারনাল-১: ইটভাটা আমাদের ফসলি জমির ক্ষতি করছে কীভাবে?
আমি: স্যার, ইটভাটার ইট তৈরির জন্য প্রয়োজনীয় মাটি ফসলি জমি থেকে কাটা হয়। আর যেহেতু জমির টপসওয়েলে পুষ্টির উপাদান থাকে, তাই মাটি কেটে নিলে নিউট্রিয়েন্ট ডিপ্লেশন হয়। ফলে ফসলের উৎপাদনে প্রভাব ফেলে।
এক্সটারনাল-১: এ ক্ষেত্রে কী পদক্ষেপ নিয়েছে সরকার?
আমি: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া ইটভাটায় যেন ফসলি জমি থেকে মাটি সংগ্রহ না করা হয়, সে ক্ষেত্রে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। (আর মনে আসছিল না তাই চুপ করে ছিলাম)।
এক্সটারনাল-১: আচ্ছা maize-এর দুইটা ভ্যারাইটির নাম বলেন?
আমি: (বর্ণালি বলার পর মাথায় কিছু আসছিল না তাই সরি বললাম)।
এক্সটারনাল-১: Cropping intensity জানেন?
আমি: স্যার, টোটাল ক্রপড এরিয়া এবং নেট ক্রপড এরিয়ার অনুপাত, যা শতকরায় প্রকাশ করা হয়।
এক্সটারনাল-১: নেট ক্রপড এরিয়া কী?
আমি: সরি স্যার।
এক্সটারনাল-১: বর্তমানে আমাদের দেশের ক্রপিং ইনটেনসিটি কত?
আমি: ১৯৩ শতাংশ
এক্সটারনাল-১: এই ১৯৩ পারসেন্ট মানে কী?
আমি: স্যার, আমাদের দেশে প্রতিবছর দুইটার কাছাকাছি ফসল চাষ হয়।
এক্সটারনাল-১: আচ্ছা একটা অঙ্ক করতে দিই আপনাকে। সামনে খাতায় লেখেন, একটা জমির সিঙ্গেল ক্রপড এরিয়া হেক্টর, ডাবল ক্রপড এরিয়া ৫ হেক্টর এবং ট্রিপল ক্রপড এরিয়া ২ হেক্টর তাহলে ইনটেনসিটি কত?
আমি: (আমি হিসাব করে বললাম)।
এক্সটারনাল-১: হাওর এবং নরসিংদী কোন এলাকায় ক্রপিং ইনটেনসিটি বেশি। কেন?
আমি: স্যার, নরসিংদী এলাকায় বেশি হবে। কারণ হাওর এলাকায় আকস্মিক বন্যা হয়। ফলে সব সিজনে ফসল ফলানো সম্ভব হয় না।
এক্সটারনাল-১: আচ্ছা, ক্রপিং ইনটেনসিটি বাড়াবেন কীভাবে?
আমি: ইন্টার ক্রপিং, মিক্সড ক্রপিং করে, উচ্চফলনশীল জাত ব্যবহার করার মাধ্যমে, শর্ট ডিউরেশন ভ্যারাইটি চাষের দ্বারা।
চেয়ারম্যান স্যার: লিচুর অনুকূল তাপমাত্রা কত?
আমি: প্রথমে ২৫ থেকে ২৮ ডিগ্রি বলার পর, নিশ্চিত না থাকায় সরি বলেছি।
চেয়ারম্যান স্যার: আচ্ছা আপনি মাটির ধরন বলেন।
আমি: (দো-আঁশ বলে ফেলছি, স্যার হেসে দিয়েছেন। পরে অবশ্য সরি বলেছি)।
চেয়ারম্যান স্যার: মাটিদূষণের কারণ বলুন।
আমি: ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অত্যধিক কীটনাশক কিংবা সিনথেটিক সার ও প্লাস্টিকের ব্যবহার।
চেয়ারম্যান স্যার: আর পানিদূষণ রোধে কী করা উচিত?
আমি: ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যথাযথ প্রক্রিয়াকরণের পর পানিতে ফেলা, ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের ব্যবহার নিশ্চিত করা (পাশাপাশি আর দুয়েকটা উপায় বললাম)।
এক্সটারনাল-২: Agroforestry কাকে বলে?
আমি: ফসল বা শস্যজাতীয় ফসলের সঙ্গে বৃক্ষ উৎপাদনের সমন্বিত পদ্ধতি।
এক্সটারনাল-২: আচ্ছা অ্যাগ্রিকালচারে ব্যবহার করা হয় এমন কিছু আডাপ্টিভ পদ্ধতির নাম বলেন?
আমি: ক্রপ রোটেশন, ক্রপ ডাইভারসিফিকেশন, টলারেন্ট ভ্যারাইটিজ (স্যার থামিয়ে দিলেন)।
এক্সটারনাল-২: ধানের সল্ট টলারেন্ট ভ্যারাইটির দুটি নাম বলেন।
আমি: ব্রি ধান ৫৩, ব্রি ধান ৫৪।
এক্সটারনাল-২: দুর্যোগ তো আগের মতোই হয়; তবুও ক্ষতির পরিমাণ কম হচ্ছে কেন বলতে পারবেন?
আমি: সরকারের গৃহীত কিছু কার্যকর পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হচ্ছে। যেমন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্টারেক্টিভ ভয়েজ রেস্পন্স সিস্টেম পরিচালনা। এ ছাড়া যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন দুর্যোগ-পরবর্তী ক্ষতি কমাতে অবদান রাখছে।
চেয়ারম্যান স্যার: কোথায় জব করেন?
আমি: স্যার, বর্তমানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মরত আছি। (পাশে থেকে এক্সটারনাল বললেন, ওই যে স্যার, শেয়ার মার্কেট নিয়ে কাজ করে)।
চেয়ারম্যান স্যার: আচ্ছা বলুন তো ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিং জিনিসটা কী? এমনভাবে বলবেন যেন আমরা বুঝতে পারি।
আমি: স্যার, ওভার ইনভয়েসিং হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট পণ্য বা বস্তুর মূল্য আমদানির ক্ষেত্রে অরজিনাল মূল্যের চেয়ে বেশি দেখানো হয়। আর আন্ডার ইনভয়েসিংয়ের ক্ষেত্রে অরজিনাল মূল্যের থেকে কম দেখানো হয়।
চেয়ারম্যান স্যার: উদাহরণ দিন।
আমি: যদি আমি ১০০ টাকার কোনো জিনিস আমদানি করে ২০০-৩০০ টাকা দেখাই, সেটা ওভার ইনভয়েসিং।
চেয়ারম্যান স্যার: স্যার থামিয়ে দিয়ে বললেন, কিন্তু কেউ এ রকম কেন করবে?
আমি: ওভার ইনভয়েসিং করে অবৈধ অর্থ পাচারের সুযোগ পাবে, কালোটাকা সাদা করার সুযোগ পেয়ে যাবে, আর ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ পাবে মনে হয়। (আন্ডার ইনভয়েসিংয়ের উদাহরণ মাথায় আসছিল না তাই সরি বললাম)।
চেয়ারম্যান স্যার: আচ্ছা আপনি ট্যাক্সের কথা বললেন, বলুন তো Tax আর duty কাকে বলে?
আমি: স্যার, ট্যাক্স হচ্ছে সরকার কর্তৃক করদাতার ওপর আরোপিত অবশ্য প্রদেয় চার্জ। আর দেশে উৎপাদিত বা অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যে চার্জ আরোপিত হয় তাই ডিউটি।
(চেয়ারম্যান স্যার মাথা নেড়ে এক্সটারনাল স্যারকে ইশারা করলেন)।
এক্সটারনাল-১: ইটভাটা আমাদের ফসলি জমির ক্ষতি করছে কীভাবে?
আমি: স্যার, ইটভাটার ইট তৈরির জন্য প্রয়োজনীয় মাটি ফসলি জমি থেকে কাটা হয়। আর যেহেতু জমির টপসওয়েলে পুষ্টির উপাদান থাকে, তাই মাটি কেটে নিলে নিউট্রিয়েন্ট ডিপ্লেশন হয়। ফলে ফসলের উৎপাদনে প্রভাব ফেলে।
এক্সটারনাল-১: এ ক্ষেত্রে কী পদক্ষেপ নিয়েছে সরকার?
আমি: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া ইটভাটায় যেন ফসলি জমি থেকে মাটি সংগ্রহ না করা হয়, সে ক্ষেত্রে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। (আর মনে আসছিল না তাই চুপ করে ছিলাম)।
এক্সটারনাল-১: আচ্ছা maize-এর দুইটা ভ্যারাইটির নাম বলেন?
আমি: (বর্ণালি বলার পর মাথায় কিছু আসছিল না তাই সরি বললাম)।
এক্সটারনাল-১: Cropping intensity জানেন?
আমি: স্যার, টোটাল ক্রপড এরিয়া এবং নেট ক্রপড এরিয়ার অনুপাত, যা শতকরায় প্রকাশ করা হয়।
এক্সটারনাল-১: নেট ক্রপড এরিয়া কী?
আমি: সরি স্যার।
এক্সটারনাল-১: বর্তমানে আমাদের দেশের ক্রপিং ইনটেনসিটি কত?
আমি: ১৯৩ শতাংশ
এক্সটারনাল-১: এই ১৯৩ পারসেন্ট মানে কী?
আমি: স্যার, আমাদের দেশে প্রতিবছর দুইটার কাছাকাছি ফসল চাষ হয়।
এক্সটারনাল-১: আচ্ছা একটা অঙ্ক করতে দিই আপনাকে। সামনে খাতায় লেখেন, একটা জমির সিঙ্গেল ক্রপড এরিয়া হেক্টর, ডাবল ক্রপড এরিয়া ৫ হেক্টর এবং ট্রিপল ক্রপড এরিয়া ২ হেক্টর তাহলে ইনটেনসিটি কত?
আমি: (আমি হিসাব করে বললাম)।
এক্সটারনাল-১: হাওর এবং নরসিংদী কোন এলাকায় ক্রপিং ইনটেনসিটি বেশি। কেন?
আমি: স্যার, নরসিংদী এলাকায় বেশি হবে। কারণ হাওর এলাকায় আকস্মিক বন্যা হয়। ফলে সব সিজনে ফসল ফলানো সম্ভব হয় না।
এক্সটারনাল-১: আচ্ছা, ক্রপিং ইনটেনসিটি বাড়াবেন কীভাবে?
আমি: ইন্টার ক্রপিং, মিক্সড ক্রপিং করে, উচ্চফলনশীল জাত ব্যবহার করার মাধ্যমে, শর্ট ডিউরেশন ভ্যারাইটি চাষের দ্বারা।
চেয়ারম্যান স্যার: লিচুর অনুকূল তাপমাত্রা কত?
আমি: প্রথমে ২৫ থেকে ২৮ ডিগ্রি বলার পর, নিশ্চিত না থাকায় সরি বলেছি।
চেয়ারম্যান স্যার: আচ্ছা আপনি মাটির ধরন বলেন।
আমি: (দো-আঁশ বলে ফেলছি, স্যার হেসে দিয়েছেন। পরে অবশ্য সরি বলেছি)।
চেয়ারম্যান স্যার: মাটিদূষণের কারণ বলুন।
আমি: ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অত্যধিক কীটনাশক কিংবা সিনথেটিক সার ও প্লাস্টিকের ব্যবহার।
চেয়ারম্যান স্যার: আর পানিদূষণ রোধে কী করা উচিত?
আমি: ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যথাযথ প্রক্রিয়াকরণের পর পানিতে ফেলা, ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের ব্যবহার নিশ্চিত করা (পাশাপাশি আর দুয়েকটা উপায় বললাম)।
এক্সটারনাল-২: Agroforestry কাকে বলে?
আমি: ফসল বা শস্যজাতীয় ফসলের সঙ্গে বৃক্ষ উৎপাদনের সমন্বিত পদ্ধতি।
এক্সটারনাল-২: আচ্ছা অ্যাগ্রিকালচারে ব্যবহার করা হয় এমন কিছু আডাপ্টিভ পদ্ধতির নাম বলেন?
আমি: ক্রপ রোটেশন, ক্রপ ডাইভারসিফিকেশন, টলারেন্ট ভ্যারাইটিজ (স্যার থামিয়ে দিলেন)।
এক্সটারনাল-২: ধানের সল্ট টলারেন্ট ভ্যারাইটির দুটি নাম বলেন।
আমি: ব্রি ধান ৫৩, ব্রি ধান ৫৪।
এক্সটারনাল-২: দুর্যোগ তো আগের মতোই হয়; তবুও ক্ষতির পরিমাণ কম হচ্ছে কেন বলতে পারবেন?
আমি: সরকারের গৃহীত কিছু কার্যকর পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হচ্ছে। যেমন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্টারেক্টিভ ভয়েজ রেস্পন্স সিস্টেম পরিচালনা। এ ছাড়া যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন দুর্যোগ-পরবর্তী ক্ষতি কমাতে অবদান রাখছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪