Ajker Patrika

পড়াশোনার পাশাপাশি উপার্জনের ৫ পথ

নূরে আলম সিদ্দিকী শান্ত 
আপডেট : ০৫ জুন ২০২৪, ১১: ২৮
পড়াশোনার পাশাপাশি উপার্জনের ৫ পথ

শিক্ষাজীবনকে বলা হয় জীবন গঠনের শ্রেষ্ঠ সময়। এ সময় একজন শিক্ষার্থী পড়াশোনার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশের লক্ষ্যে নিজেকে গড়ে তোলেন। অনেকে বলেন, অর্থ অনর্থের মূল। কিন্তু জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন অপরিহার্য। পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করতে পারলে বাড়ে আত্মবিশ্বাস এবং নিজের প্রতি সম্মান। 

টিউশনি 
শিক্ষার্থী অবস্থায় টিউশনি করানো বা ছাত্র পড়ানো উপার্জনের সবচেয়ে সুন্দর মাধ্যম। আপনি যে বিষয়টি ভালো বোঝেন, যে বিষয়ে আপনার দক্ষতা বেশি, সে বিষয়টি পড়াতে পারেন। পড়াশোনার ভেতরে থেকে পড়াশোনা করে অর্থ উপার্জন করা শ্রেয়। এতে নিজের পড়াশোনার চর্চা থাকে। এলাকার দেয়ালে লিফলেট টানিয়ে, বিভিন্ন টিউশন মিডিয়া, এমনকি ফেসবুক গ্রুপের মাধ্যমে খুঁজে পেতে পারেন টিউশনি। 

ডিজিটাল স্কিল 
যাঁরা ডিজিটাল স্কিল শেখার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করবেন, ভবিষ্যতে তাঁরাই বিশ্বকে নেতৃত্ব দেবেন। এ জন্য শিখতে পারেন ফটো এডিটিং, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং ও অ্যানিমেশন তৈরি। এ ছাড়া এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইনসহ নানা সেক্টর রয়েছে। ইউটিউবে বহু টিউটোরিয়াল রয়েছে, রয়েছে বিভিন্ন ডিজিটাল লার্নিং স্কুল। যেখান থেকে মৌলিক বিষয়গুলো সহজে শিখতে পারবেন। ছাত্র অবস্থাতেই দেশের বহু শিক্ষার্থী ডিজিটাল স্কিল শেখার মাধ্যমে অর্থ উপার্জন করছেন ঘরে বসে। 

ফ্রিল্যান্স 
যেকোনো ডিজিটাল স্কিল রপ্ত করার মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করতে পারবেন। শিক্ষার্থী অবস্থায় ফ্রিল্যান্সিং হতে পারে আয়ের অন্যতম মাধ্যম। ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে ৯-৫টা অফিস করতে হবে না। ক্লাস, অ্যাসাইনমেন্ট, নিজের পড়া এসব সামলে নিজের মতো করে সুবিধা অনুযায়ী কাজ করতে পারবেন। আপনাকে প্রথমে যেকোনো একটি ডিজিটাল স্কিলে দক্ষ হতে হবে। সেটি হতে পারে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনসহ যেকোনো কিছু। তারপর ফাইবার, আপওয়ার্কসহ আন্তর্জাতিক মাধ্যমগুলোতে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং বর্তমানে সম্ভাবনাময় একটি পেশা। 

উদ্যোগ বা ক্ষুদ্র ব্যবসা
ক্ষুদ্র ব্যবসা করেও উপার্জন করা যায়। এ ক্ষেত্রে ঘরে বসে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। সেটি হতে পারে স্পোর্টসবিষয়ক অনলাইন স্টোর, হোমমেড ফুড বা প্রোডাক্ট, হস্তশিল্প বা দেশি পণ্য, গেজেট আইটেম ইত্যাদি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ছোট্ট একটি খাবারের দোকান, বাসা বা অফিসে হোমমেড খাবার সরবরাহ বা যেকোনো আইডিয়া, যেটি আপনার মাথায় ঘুরছে, আপনি সেটি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি আয় শুরু করতে পারেন। এ কাজ আপনাকে স্বাবলম্বী করে তুলবে, অর্থের জোগান দেবে এবং ভবিষ্যৎকেও সুন্দর করবে। বর্তমানে অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি এমন ব্যবসা করে সফল হচ্ছেন।  

শখের সঠিক ব্যবহার 
প্রতিটি মানুষের ভেতরে থাকে একটি শিল্পীসত্তা এবং সৃজনশীল মন। কারও ভালো লাগে আবৃত্তি, বিতর্ক, উপস্থাপনা, কারও লেখালেখি, কারও গান, ছবি আঁকা। আপনি যে বিষয়টি ভালোবাসেন, সেই বিষয়টি অবলম্বন করে অর্থ উপার্জন করতে পারেন। যেমন আপনি আবৃত্তি করতে ভালোবাসেন, একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ শুরু করতে পারেন। ফেসবুকে ভয়েস আর্টিস্টের বিভিন্ন গ্রুপ রয়েছে, যেখানে প্রচুর কাজ পাওয়া যায়। লেখালেখি করতে ভালো লাগে, কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করুন। উপস্থাপনা করতে ভালো লাগলে আপনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেও অর্থ উপার্জন করতে পারবেন। ঘুরতে ভালোবাসেন, ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট বানানো শুরু করতে পারেন। অর্থাৎ আপনার শিল্পসত্তাকে অবলম্বন করে পড়াশোনার পাশাপাশি আপনি অর্থ উপার্জন করতে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ১১৫ পদে নিয়োগ

চাকরি ডেস্ক 
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ১১৫ পদে নিয়োগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩১ ধরনের শূন্য পদে মোট ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

পদের নাম: সরকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বা অ্যাগ্রিকালচারাল সমমান শিক্ষাগত যোগ্যতাসহ সহকারী প্রকৌশলী।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী স্থপতি।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সরকারী প্রোগ্রামার।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: স্টাফ অফিসার।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা প্রথম শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: জনসংযোগ কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা প্রথম শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: ইকোনমিক অ্যানালিস্ট।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বা ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: জিআইএস অপারেটর।

পদসংখ্যা: ৩টি।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ভূগোল বা ভূ-পরিবেশ বিষয়ে ডিপ্লোমাধারী।

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: জুনিয়র হিসাবরক্ষক।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: বাণিজ্য শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রিধারী। হিসাবরক্ষণ বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: মার্কেট সুপারিনটেনডেন্ট।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ গতি থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ড্রাফটসম্যান।

পদসংখ্যা: ৪টি।

যোগ্যতা: নকশা ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: ৯,৭০০-২৩,৭৯০ টাকা।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: ৪টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৯,৭০০-২৩,৭৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১১টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: মেইনটেন্যান্স ইন্সপেক্টর।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: সহকারী ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা।

পদের নাম: ইমারত পরিদর্শক।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: সার্ভেয়ার।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অটো ইলেকট্রিশিয়ান।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: পাম্পচালক।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: লিফটম্যান।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: এস্কালেটর অপারেটর।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: মুয়াজ্জিন।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাস হতে হবে।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: সহকারী পাম্পচালক।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ১২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: প্রসেস সার্ভার।

পদসংখ্যা: ৩টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: ইলেকট্রিক হেল্পার।

পদসংখ্যা: ৫টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: ১৪টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: মালি।

পদসংখ্যা: ৪টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা: ৩টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন ফরমেট প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.cda.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। এরপর আবেদনপত্র ‘সচিব, চউক’ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বেসরকারি উন্নয়ন সংস্থায় অফিসার পদে চাকরি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, কম্পিউটার সাইন্স বা অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ট, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলানইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মাইক্রোবায়োলজি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, (মাইক্রোবায়োলজি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মাইক্রোবায়োলজিতে এমএসসি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে ভালো দক্ষতা। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: পাবনা।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহকারী জজ নিয়োগ পরীক্ষার আসনবিন্যাস ৩০ অক্টোবর

চাকরি ডেস্ক 
সহকারী জজ নিয়োগ পরীক্ষার আসনবিন্যাস ৩০ অক্টোবর

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮ শ বিজেএস) বা সহকারী জজ পদে নিয়োগে প্রাথমিক পরীক্ষার (প্রিলিমিনারি) আসনবিন্যাস আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে। আগামী ১ নভেম্বর এ পরীক্ষা রাজধানীর একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ৬ হাজার ১২৩ জন প্রার্থী অংশ নেবেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে আগামী ৩০ অক্টোবর প্রদর্শন করা হবে। পরীক্ষার্থীরা ওই সময় আসনবিন্যাস অনুযায়ী নিজেদের কক্ষ নম্বর জেনে নিতে পারবেন।

প্রার্থীদের ১০টা ১৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৫৫ মিনিটে পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নপত্রসহ উত্তরপত্র সরবরাহ করা হবে। পরীক্ষার্থীরা নিয়মাবলি অনুযায়ী উত্তরপত্রের সংশ্লিষ্ট অংশ পূরণ করবেন। নিয়মাবলি সংশ্লিষ্ট পিডিএফ ফাইল ও ভিডিও ক্লিপ কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

১০টা ৫৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ১০টা ১০ মিনিটে প্রত্যেক পরীক্ষার্থী হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। তাঁরা নিজ নিজ টেবিলের ওপর প্রবেশপত্র খুলে রাখবেন। এ সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীদের হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। ১০টা ৫০ মিনিটে পরীক্ষা সমাপ্ত হওয়ার সতর্কীকরণ ঘণ্টা বাজবে।

সর্বশেষ দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকেরা উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা নিজ নিজ আসন ও কক্ষ ত্যাগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত