মো. তৌফিকুল ইসলাম

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে বিশেষ চাহিদাসম্পন্ন পড়াশোনার বিষয় হলো ‘ফার্মেসি’। বর্তমানে ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষা তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফার্মেসি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ফার্মেসি বিভাগের প্রভাষক মো. তৌফিকুল ইসলাম।
বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফার্মেসি বেশ পছন্দের বিষয়। প্রথমত, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় পেশাদারদের চাহিদা থাকায় ফার্মেসি গ্র্যাজুয়েটদের বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে ভালো চাকরির সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, অনেক সংস্কৃতিতে স্বাস্থ্যসেবা পেশাটি বেশ সম্মানজনক। তাই ডাক্তার ও ফার্মাসিস্ট হওয়াকে মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। তৃতীয়ত, স্বাস্থ্যসেবা খাতের প্রবৃদ্ধি হওয়ায় হাসপাতাল, ফার্মেসি ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার জন্য ফার্মাসিস্টদের চাহিদা বেড়েছে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও গবেষণার সুযোগ—সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই দেশের শিক্ষার্থীদের কাছে বেশ আগ্রহের বিষয় হয়ে উঠেছে ফার্মেসি।
প্রয়োজনীয়তা
ফার্মাসিস্ট মানেই ওষুধ বিক্রেতা—এটি আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা। তবে ওষুধ বিক্রেতা হলেন একজন ফার্মেসি টেকনিশিয়ান। মূলত তিন মাসের কোর্স করে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে সার্টিফিকেট পাওয়া যায়। তবে আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। বিভিন্ন পেশায় কাজ করা মানুষ মাত্র ৩-৪ মাস ওষুধের দোকানে কাজ করে তথা ওষুধ বিক্রির কাজ শিখে হয়ে যাচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান। আবার কোনো কোনো দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি চলে প্রাথমিক চিকিৎসার কাজ। বিক্রেতাদের মধ্যে অনেকে আবার রোগের কথা শুনে স্বাস্থ্যগত দিক বিবেচনা ছাড়াই নির্দ্বিধায় ওষুধ ব্যবহারের পরামর্শ দেন রোগীদের, রোগীরাও সাদরে গ্রহণ করে চলেছেন সেই সেবা বা চিকিৎসা; আর এই চর্চার মধ্য দিয়ে ৩-৪ মাসের ওষুধ বিক্রির ব্যবহারিক ধারণা থেকেই সাধারণ মানুষের কাছে ফার্মাসিস্ট হিসেবে মর্যাদা লাভ করছেন, যা মূলত উভয় পক্ষের সচেতনতার অভাব বলা যেতে পারে। এ জন্য মনে রাখা উচিত যে ‘একজন ডাক্তার ভুল করলে রোগী মারা যাবে, কিন্তু একজন ফার্মাসিস্ট ভুল করলে জাতি বড় একটি সংখ্যা হারাবে।’ কারণ, ওষুধ প্রস্তুতকরণ থেকে শুরু করে গুণগতমান নির্ধারণ, ওষুধ নির্ধারণ, ডোজ নির্ধারণ, কিংবা ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ—এ সবই একজন ফার্মাসিস্টের কাজ। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশে হসপিটাল ফার্মেসিতে ‘এ’ গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ করা একটি সময়ের দাবি।
দক্ষতা অর্জনের পরামর্শ
ফার্মেসি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য রসায়ন, জীববিজ্ঞান ও ফিজিওলজি, এনাটমি ও ফার্মাকোলজির মতো শক্তিশালী মৌলিক বিষয়গুলো বিকশিত ও বিষয়গুলোর মৌলিক নীতি বোঝার ওপর ফোকাস করতে হবে। এই বিষয়গুলো মূলত ফার্মেসি শিক্ষার ভিত্তি তৈরি করে। পাশাপাশি ফার্মেসিতে ভালো করার আপডেট থাকাও জরুরি। আপডেট থাকার জন্য নিয়মিত অ্যাকাডেমিক জার্নাল পড়া যেতে পারে। সেমিনার ও ওয়ার্কশপে যোগ দিয়েও ফার্মাসিউটিক্যাল গবেষণা ও স্বাস্থ্যসেবা অনুশীলনের অগ্রগতি সম্পর্কে অবগত থাকা যায়। বিষয়কেন্দ্রিক ব্যবহারিক শিক্ষায় সক্রিয়ভাবে জড়িত থাকাও সহায়ক হতে পারে। পাশাপাশি সমালোচনামূলক চিন্তার দক্ষতা গড়ে তোলার চেষ্টা করুন। ফার্মেসি শিক্ষার জন্য বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রয়োজন। গবেষণাপত্র, কেস স্টাডি ও ক্লিনিক্যাল পরিস্থিতি মূল্যায়ন করে সমালোচনামূলক চিন্তাভাবনার অনুশীলন করতে হবে শিক্ষার্থীদের। ফার্মাসিউটিক্যাল শিল্পে সহকর্মী, অধ্যাপক এবং পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপন করা খুব জরুরি। তাই গ্রুপ প্রকল্পে সহযোগিতা করুন, ছাত্রসংগঠনে যোগ দিন, কিংবা নেটওয়ার্ক প্রসারিত করতে শিল্প ইভেন্টেও অংশ নেওয়া যেতে পারে। একই সঙ্গে অধ্যাপক বা অনুশীলনকারী ফার্মাসিস্টের মধ্যে যাঁরা আপনার শিক্ষাগত যাত্রা, এমনকি পরবর্তী জীবনেও নির্দেশিকা, সহায়তা ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন—সেই রকম বুঝেশুনে পরামর্শদাতা শনাক্ত করতে হবে। সবশেষে নৈতিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। গবেষণা, রোগীর যত্ন এবং সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে নৈতিক মানগুলো মেনে চলা উচিত। এই পরামর্শগুলো মেনে চললে সফল ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীরা একটি শক্ত ভিত্তি স্থাপন করতে পারবেন বলে আশা করা যায়।
ক্যারিয়ারের সুযোগ
জাতীয় ও আন্তর্জাতিক—উভয় পর্যায়েই ফার্মেসি বিষয়ের শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে। এ বিষয়ে পড়ে শিক্ষার্থীরা দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি (৩৫০+), হাসপাতাল, সরকারি স্বাস্থ্য সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান (BCSIR) এবং একাডেমিয়ায় (বিভিন্ন পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়) কাজ করার সুযোগ অর্জন করেন। পাশাপাশি বিদেশে অবস্থিত নানা বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, গবেষণা সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পরামর্শক সংস্থাগুলোতে কাজের সুযোগের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
ফার্মেসি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসির মতো ক্ষেত্রগুলো সেই সম্ভাবনার মধ্যে অন্যতম। স্নাতক শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ ডেভেলপমেন্ট, ফরমুলেশন, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, রেগুলেটরি অ্যাফেয়ার্স, মার্কেটিং, সেলস এবং ফার্মাকোভিজিল্যান্সের মতো ক্ষেত্রগুলোতে ক্যারিয়ার গড়তে পারেন। পাশাপাশি ওষুধ সরবরাহ, রোগীকে পরামর্শ প্রদান, স্বাস্থ্য স্ক্রিনিং পরিচালনা, টিকা পরিচালনা এবং ওষুধ থেরাপি ব্যবস্থাপনা পরিষেবা তথা কমিউনিটি ফার্মেসিতেও কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর ক্রমবর্ধমান ফোকাসসহ কমিউনিটি ফার্মেসির ভূমিকা প্রসারিত হচ্ছে। এ ছাড়া হাসপাতালের ব্যবস্থাপনায় ওষুধ ব্যবস্থাপনা, জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্যসেবা দলের সঙ্গে সহযোগিতা, ওষুধ বিতরণব্যবস্থা পরিচালনা, ওষুধের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত বা হসপিটাল ফার্মেসি উপখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুলিখন: নাজমুল ইসলাম শাকিল

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে বিশেষ চাহিদাসম্পন্ন পড়াশোনার বিষয় হলো ‘ফার্মেসি’। বর্তমানে ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষা তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফার্মেসি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ফার্মেসি বিভাগের প্রভাষক মো. তৌফিকুল ইসলাম।
বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফার্মেসি বেশ পছন্দের বিষয়। প্রথমত, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় পেশাদারদের চাহিদা থাকায় ফার্মেসি গ্র্যাজুয়েটদের বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে ভালো চাকরির সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, অনেক সংস্কৃতিতে স্বাস্থ্যসেবা পেশাটি বেশ সম্মানজনক। তাই ডাক্তার ও ফার্মাসিস্ট হওয়াকে মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। তৃতীয়ত, স্বাস্থ্যসেবা খাতের প্রবৃদ্ধি হওয়ায় হাসপাতাল, ফার্মেসি ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার জন্য ফার্মাসিস্টদের চাহিদা বেড়েছে। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও গবেষণার সুযোগ—সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই দেশের শিক্ষার্থীদের কাছে বেশ আগ্রহের বিষয় হয়ে উঠেছে ফার্মেসি।
প্রয়োজনীয়তা
ফার্মাসিস্ট মানেই ওষুধ বিক্রেতা—এটি আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা। তবে ওষুধ বিক্রেতা হলেন একজন ফার্মেসি টেকনিশিয়ান। মূলত তিন মাসের কোর্স করে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে সার্টিফিকেট পাওয়া যায়। তবে আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন। বিভিন্ন পেশায় কাজ করা মানুষ মাত্র ৩-৪ মাস ওষুধের দোকানে কাজ করে তথা ওষুধ বিক্রির কাজ শিখে হয়ে যাচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান। আবার কোনো কোনো দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি চলে প্রাথমিক চিকিৎসার কাজ। বিক্রেতাদের মধ্যে অনেকে আবার রোগের কথা শুনে স্বাস্থ্যগত দিক বিবেচনা ছাড়াই নির্দ্বিধায় ওষুধ ব্যবহারের পরামর্শ দেন রোগীদের, রোগীরাও সাদরে গ্রহণ করে চলেছেন সেই সেবা বা চিকিৎসা; আর এই চর্চার মধ্য দিয়ে ৩-৪ মাসের ওষুধ বিক্রির ব্যবহারিক ধারণা থেকেই সাধারণ মানুষের কাছে ফার্মাসিস্ট হিসেবে মর্যাদা লাভ করছেন, যা মূলত উভয় পক্ষের সচেতনতার অভাব বলা যেতে পারে। এ জন্য মনে রাখা উচিত যে ‘একজন ডাক্তার ভুল করলে রোগী মারা যাবে, কিন্তু একজন ফার্মাসিস্ট ভুল করলে জাতি বড় একটি সংখ্যা হারাবে।’ কারণ, ওষুধ প্রস্তুতকরণ থেকে শুরু করে গুণগতমান নির্ধারণ, ওষুধ নির্ধারণ, ডোজ নির্ধারণ, কিংবা ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ—এ সবই একজন ফার্মাসিস্টের কাজ। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশে হসপিটাল ফার্মেসিতে ‘এ’ গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ করা একটি সময়ের দাবি।
দক্ষতা অর্জনের পরামর্শ
ফার্মেসি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য রসায়ন, জীববিজ্ঞান ও ফিজিওলজি, এনাটমি ও ফার্মাকোলজির মতো শক্তিশালী মৌলিক বিষয়গুলো বিকশিত ও বিষয়গুলোর মৌলিক নীতি বোঝার ওপর ফোকাস করতে হবে। এই বিষয়গুলো মূলত ফার্মেসি শিক্ষার ভিত্তি তৈরি করে। পাশাপাশি ফার্মেসিতে ভালো করার আপডেট থাকাও জরুরি। আপডেট থাকার জন্য নিয়মিত অ্যাকাডেমিক জার্নাল পড়া যেতে পারে। সেমিনার ও ওয়ার্কশপে যোগ দিয়েও ফার্মাসিউটিক্যাল গবেষণা ও স্বাস্থ্যসেবা অনুশীলনের অগ্রগতি সম্পর্কে অবগত থাকা যায়। বিষয়কেন্দ্রিক ব্যবহারিক শিক্ষায় সক্রিয়ভাবে জড়িত থাকাও সহায়ক হতে পারে। পাশাপাশি সমালোচনামূলক চিন্তার দক্ষতা গড়ে তোলার চেষ্টা করুন। ফার্মেসি শিক্ষার জন্য বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রয়োজন। গবেষণাপত্র, কেস স্টাডি ও ক্লিনিক্যাল পরিস্থিতি মূল্যায়ন করে সমালোচনামূলক চিন্তাভাবনার অনুশীলন করতে হবে শিক্ষার্থীদের। ফার্মাসিউটিক্যাল শিল্পে সহকর্মী, অধ্যাপক এবং পেশাদারদের সঙ্গে সংযোগ স্থাপন করা খুব জরুরি। তাই গ্রুপ প্রকল্পে সহযোগিতা করুন, ছাত্রসংগঠনে যোগ দিন, কিংবা নেটওয়ার্ক প্রসারিত করতে শিল্প ইভেন্টেও অংশ নেওয়া যেতে পারে। একই সঙ্গে অধ্যাপক বা অনুশীলনকারী ফার্মাসিস্টের মধ্যে যাঁরা আপনার শিক্ষাগত যাত্রা, এমনকি পরবর্তী জীবনেও নির্দেশিকা, সহায়তা ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন—সেই রকম বুঝেশুনে পরামর্শদাতা শনাক্ত করতে হবে। সবশেষে নৈতিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। গবেষণা, রোগীর যত্ন এবং সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে নৈতিক মানগুলো মেনে চলা উচিত। এই পরামর্শগুলো মেনে চললে সফল ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীরা একটি শক্ত ভিত্তি স্থাপন করতে পারবেন বলে আশা করা যায়।
ক্যারিয়ারের সুযোগ
জাতীয় ও আন্তর্জাতিক—উভয় পর্যায়েই ফার্মেসি বিষয়ের শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে। এ বিষয়ে পড়ে শিক্ষার্থীরা দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি (৩৫০+), হাসপাতাল, সরকারি স্বাস্থ্য সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান (BCSIR) এবং একাডেমিয়ায় (বিভিন্ন পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়) কাজ করার সুযোগ অর্জন করেন। পাশাপাশি বিদেশে অবস্থিত নানা বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, গবেষণা সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পরামর্শক সংস্থাগুলোতে কাজের সুযোগের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
ফার্মেসি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসির মতো ক্ষেত্রগুলো সেই সম্ভাবনার মধ্যে অন্যতম। স্নাতক শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ ডেভেলপমেন্ট, ফরমুলেশন, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, রেগুলেটরি অ্যাফেয়ার্স, মার্কেটিং, সেলস এবং ফার্মাকোভিজিল্যান্সের মতো ক্ষেত্রগুলোতে ক্যারিয়ার গড়তে পারেন। পাশাপাশি ওষুধ সরবরাহ, রোগীকে পরামর্শ প্রদান, স্বাস্থ্য স্ক্রিনিং পরিচালনা, টিকা পরিচালনা এবং ওষুধ থেরাপি ব্যবস্থাপনা পরিষেবা তথা কমিউনিটি ফার্মেসিতেও কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর ক্রমবর্ধমান ফোকাসসহ কমিউনিটি ফার্মেসির ভূমিকা প্রসারিত হচ্ছে। এ ছাড়া হাসপাতালের ব্যবস্থাপনায় ওষুধ ব্যবস্থাপনা, জীবাণুমুক্ত রাখা, স্বাস্থ্যসেবা দলের সঙ্গে সহযোগিতা, ওষুধ বিতরণব্যবস্থা পরিচালনা, ওষুধের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত বা হসপিটাল ফার্মেসি উপখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুলিখন: নাজমুল ইসলাম শাকিল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলার পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেচাকরি ডেস্ক

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অর্থনীতিবিদ।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: ফোরম্যান (কারিগরি)।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: নিরীক্ষক/অডিটর।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ভেহিকেল মেকানিক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: স্টোর হেলপার।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অর্থনীতিবিদ।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: ফোরম্যান (কারিগরি)।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: নিরীক্ষক/অডিটর।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ভেহিকেল মেকানিক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: স্টোর হেলপার।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে বিশেষ চাহিদাসম্পন্ন পড়াশোনার বিষয় হলো ‘ফার্মেসি’। বর্তমানে ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষা তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফার্মেসি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকন
২৭ মার্চ ২০২৪
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলার পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেচাকরি ডেস্ক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: বার্তাবাহক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।
পদের নাম: প্রহরী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদন ফি: সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ এর অনুকূলে ৫০ টাকার পে–অর্ডার/ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ বরাবর আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র ও নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: বার্তাবাহক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।
পদের নাম: প্রহরী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদন ফি: সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ এর অনুকূলে ৫০ টাকার পে–অর্ডার/ব্যাংক ড্রাফট পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ঢাকা’ বরাবর আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র ও নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে বিশেষ চাহিদাসম্পন্ন পড়াশোনার বিষয় হলো ‘ফার্মেসি’। বর্তমানে ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষা তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফার্মেসি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকন
২৭ মার্চ ২০২৪
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেচাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: শোরুম ম্যানেজার।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডাইরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানি, ইলেকট্রনিক সরঞ্জাম/হোম অ্যাপ্লায়েন্সে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩–৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: ২০,০০০-৪০,০০০ টাকা (মাসিক)।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: শোরুম ম্যানেজার।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডাইরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানি, ইলেকট্রনিক সরঞ্জাম/হোম অ্যাপ্লায়েন্সে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩–৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর।
কর্মস্থল: যেকোনো স্থানে।
বেতন: ২০,০০০-৪০,০০০ টাকা (মাসিক)।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে বিশেষ চাহিদাসম্পন্ন পড়াশোনার বিষয় হলো ‘ফার্মেসি’। বর্তমানে ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষা তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফার্মেসি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকন
২৭ মার্চ ২০২৪
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলার পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
৩ ঘণ্টা আগে
খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেচাকরি ডেস্ক

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরটিতে ২৫ ধরনের শূন্য পদে ১ হাজার ৭৯১ জনকে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৫ সালের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন।
অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন।
এতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮-এর ‘ঙ’ শর্ত (কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে) অনুযায়ী চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ৪ লাখ ৭৮ হাজার ৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে।
বাতিল করা আবেদনের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ২১ অক্টোবর অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরটিতে ২৫ ধরনের শূন্য পদে ১ হাজার ৭৯১ জনকে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৫ সালের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন।
অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা বা ব্যক্তিগত বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন।
এতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮-এর ‘ঙ’ শর্ত (কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে) অনুযায়ী চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ৪ লাখ ৭৮ হাজার ৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে।
বাতিল করা আবেদনের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

দ্রুত বর্ধনশীল বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশে দেশে-বিদেশে বিশেষ চাহিদাসম্পন্ন পড়াশোনার বিষয় হলো ‘ফার্মেসি’। বর্তমানে ফার্মেসি বিষয়ে উচ্চশিক্ষা তরুণদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফার্মেসি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকন
২৭ মার্চ ২০২৪
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা জেলার পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ধরনের শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে