৬০ হাজার মৌমাছি চুরি, মৌচাষিরা বলছেন এটি এখন সাধারণ ঘটনা
ভার্জিনিয়া, ডেলাওয়্যার, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে সাতটি অবস্থানসহ তিনটি রাজ্যে চেইনটির ১৫৮টি স্টোর রয়েছে। চেইনটির মুখপাত্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মৌমাছিগুলো আমাদের খাদ্য সরবরাহ শৃঙ্খলের একটি অপরিহার্য অংশ। এই মৌমাছিগুলো এখানে আমাদের শহরে মৌমাছির সংখ্যা হ্রাস রোধ করতে সহায়তা করেছে।