আ.লীগ প্রার্থীর জনসমর্থন নেই: স্বতন্ত্র প্রার্থী কায়সার
‘আমরা নালিশ করি না উনি নালিশ করেন। গতকালতো উনি অসহায়ত্ব ফিল করে বলেই ফেললেন, নির্বাচন কমিশন নাকি নিজেদের ইমেজ রক্ষার্থে তাঁকে জবাই করছে। জনসমর্থন নেই আঁচ করতে পেরেই উনি নির্বাচন কমিশনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নালিশতো আমি দিইনি, উনি দিচ্ছেন।’