সুনামগঞ্জে ১ কুকুরের কামড়ে ৭ শিশুসহ আহত ২৬, কুকুরকে পিটিয়ে হত্যা
সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার তাহিরপুর সদরের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুরের আক্রমণে তারা আহত হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।