বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।
শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।
আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।
‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।
বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।
শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।
আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।
‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১৮ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
২ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৫ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৬ দিন আগে