বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।
শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।
আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।
‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।
বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।
শেষ পর্যন্ত অবশ্য প্রাণী উদ্ধারকর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। দ্য লিটরিম ওয়ালফেয়ার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, লিটরিম কাউন্টির টারমন এলাকায় একটা কলি জাতের কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর সংবাদ পান তাঁরা। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে আবিষ্কার করেন, কুকুরটির গলায় একটি কলার আছে এবং ওটার শরীরে একটি মাইক্রো চিপও আছে।
আর মাইক্রো চিপ থেকে কুকুরটির মালিকের তথ্য পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই প্রাণী উদ্ধারকর্মীরা জানতে পারেন রোজকমন কাউন্টির বয়েল শহর থেকে ২০ মাইলের বেশি দৌড়ে এখানে পৌঁছেছে সে। কুকুরটির মালিক আরও জানান, বাজের শব্দে আতঙ্কিত হয়ে পালায় কলি কুকুরটি।
‘মাইক্রো চিপকে ধন্যবাদ। কুকুরটি এখন নিরাপদ আছে এবং তার পরিবারের সঙ্গে খুশি মনে যোগ দিয়েছে।’ জানায় ওয়ালফেয়ার সেন্টারের কর্তৃপক্ষ।
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে