কুকুরের পেটে সত্যি কি ঘি হজম হয় না, কী বলছেন পশুচিকিৎসকেরা
বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ—কুকুরের পেটে ঘি হজম হয় না! কমবেশি সবাই জানে। এই প্রবাদের অর্থ হলো, সব ভালো সবার কপালে সয় না! কিন্তু কুকুরের সঙ্গে ঘিয়ের সম্পর্ক কী? ধারণা করা হয়, কুকুরকে ঘি খাওয়ানো একেবারেই উচিত নয়। এতে প্রাণীটির লোম ঝরে যেতে পারে বা লিভার জটিলতায় ভুগতে পারে।