বিষধর সাপের তালিকায় র্যাটল স্নেক আছে ওপরের দিকেই। স্বাভাবিকভাবেই কারও বাসায় যদি একটি র্যাটল স্নেক ঢুকে পড়ে আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। এমনই অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পরিবার।
ঘটনাটি লেক এলসিনরের কাছে অবস্থিত রোসেতা ক্যানিয়নের। ওই বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পাওয়ার পর ওপর তলায় আশ্রয় নেন এবং দোর আটকে সেখানে নিজেদের বন্দী করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খবর দেওয়া হয় রায়ান’স র্যাটল স্নেক রেসকিউর রায়ান জেসাপকে। সাপ ধরায় বা উদ্ধার করায় সিদ্ধহস্ত এই রায়ান জেসাপ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
বিভিন্ন ধরনের র্যাটল স্নেকের আবাস উত্তর আমেরিকায়। রোসেতা ক্যানিয়নের ওই পরিবারটির বাসায় যে র্যাটল স্নেকটা ঢুকে পড়ে সেটা ছিল তিন ফুট দৈর্ঘ্যের একটি রেড ডায়ামন্ড র্যাটল স্নেক।
‘বাড়ির মালিকেরা ওপরের তলায় আটকা পড়েছিলেন। তাঁরা একটি অ্যাপের সাহায্যে দরজা খুলে আমার ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেন সাপটিকে ধরার জন্য।’ লস অ্যাঞ্জেলসের কেটিএলএ-টিভিকে বলেন জেসাপ।
জেসাপ তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ঘরের ভেতরের সিঁড়ি থেকে একটি নলসহ লম্বা চিমটার মতো যন্ত্রের সাহায্যে সাপটিকে সরিয়ে ফেলতে দেখা যায়।
ধারণা করা হয় ঘরের কুকুরগুলো প্রবেশ করার জন্য যখন দরজা খোলা রাখা হয়েছিল তখন কোনোভাবে সাপটি সবার অগোচরে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে কুকুরগুলোর কোনোটিই সাপের কামড় খায়নি।
রেড ডায়মন্ড র্যাটল স্নেকের দেখা মেলে দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়া ও বাজা ক্যালিফোর্নিয়ায়। পাথুরে পাহাড়ি এলাকা এবং ক্যাকটাস পরিপূর্ণ পর্বতের পাদদেশ, মরুভূমির প্রান্তের ঝোপ ও গুল্ম এলাকা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং বেশ কয়েকটি ছোট দ্বীপে এদের দেখা মেলে। সাধারণ গড়ে পাঁচ ফুট লম্বা হয় এ ধরনের সাপ।
বিষধর সাপের তালিকায় র্যাটল স্নেক আছে ওপরের দিকেই। স্বাভাবিকভাবেই কারও বাসায় যদি একটি র্যাটল স্নেক ঢুকে পড়ে আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। এমনই অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পরিবার।
ঘটনাটি লেক এলসিনরের কাছে অবস্থিত রোসেতা ক্যানিয়নের। ওই বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পাওয়ার পর ওপর তলায় আশ্রয় নেন এবং দোর আটকে সেখানে নিজেদের বন্দী করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খবর দেওয়া হয় রায়ান’স র্যাটল স্নেক রেসকিউর রায়ান জেসাপকে। সাপ ধরায় বা উদ্ধার করায় সিদ্ধহস্ত এই রায়ান জেসাপ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
বিভিন্ন ধরনের র্যাটল স্নেকের আবাস উত্তর আমেরিকায়। রোসেতা ক্যানিয়নের ওই পরিবারটির বাসায় যে র্যাটল স্নেকটা ঢুকে পড়ে সেটা ছিল তিন ফুট দৈর্ঘ্যের একটি রেড ডায়ামন্ড র্যাটল স্নেক।
‘বাড়ির মালিকেরা ওপরের তলায় আটকা পড়েছিলেন। তাঁরা একটি অ্যাপের সাহায্যে দরজা খুলে আমার ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেন সাপটিকে ধরার জন্য।’ লস অ্যাঞ্জেলসের কেটিএলএ-টিভিকে বলেন জেসাপ।
জেসাপ তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ঘরের ভেতরের সিঁড়ি থেকে একটি নলসহ লম্বা চিমটার মতো যন্ত্রের সাহায্যে সাপটিকে সরিয়ে ফেলতে দেখা যায়।
ধারণা করা হয় ঘরের কুকুরগুলো প্রবেশ করার জন্য যখন দরজা খোলা রাখা হয়েছিল তখন কোনোভাবে সাপটি সবার অগোচরে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে কুকুরগুলোর কোনোটিই সাপের কামড় খায়নি।
রেড ডায়মন্ড র্যাটল স্নেকের দেখা মেলে দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়া ও বাজা ক্যালিফোর্নিয়ায়। পাথুরে পাহাড়ি এলাকা এবং ক্যাকটাস পরিপূর্ণ পর্বতের পাদদেশ, মরুভূমির প্রান্তের ঝোপ ও গুল্ম এলাকা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং বেশ কয়েকটি ছোট দ্বীপে এদের দেখা মেলে। সাধারণ গড়ে পাঁচ ফুট লম্বা হয় এ ধরনের সাপ।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫