দ্বিগুণ ব্যয়েও প্রাণ নেই নরসুন্দায়
দখল-দূষণে মৃতপ্রায় কিশোরগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদ। প্রায় ৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নদটি কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদটি এখন আর নদের মতো নেই। ময়লা-আবর্জনা ফেলে নদদূষণ ও ভরাট, কচুরিপানা পরিষ্কার না করা, নদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণসহ নানা কারণে বর্তমানে মৃতপ্রায়