Ajker Patrika

‘নারী সব ক্ষেত্রে অবদান রাখছে’

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার নানা আয়োজনে দিবসটি পালন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় বক্তারা বলেন, ‘সমাজের প্রচলিত ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলছে নারী। একসময় নারীরা ছিল অবরোধবাসিনী, কিন্তু এখন তারা সব ক্ষেত্রে অবদান রাখছে।’ প্রতিনিধিদের পাঠানো খবর:

পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিবসটি উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজিতপুর: বাজিতপুরে পাঁচ জয়িতাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, ইউএনও মোছা. মোরশেদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জেবুন নাহার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

হোসেনপুর: হোসেনপুরে দিবসটি উপলক্ষে ভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ।

নরসিংদী: নরসিংদীর পলাশে দিবসটি উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মো. রবিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ।

মনোহরদী: মনোহরদীতে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান হয়। এসব কর্মসূচিতে ইউএনও মো. রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলয়াতনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস প্রমুখ।

এ ছাড়া নরসিংদীর রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত