জাল জব্দ, পুড়িয়েও থামানো যাচ্ছে না অসাধু জেলেদের
বানারীপাড়ার সন্ধ্যা নদীতে নিষিদ্ধ বেহুন্দি, কারেন্ট, মশারি, চট, পাই ও টং জালের ব্যবহার বন্ধে চলছে বিশেষ অভিযান। এতে প্রতিদিনই পোড়ানো হচ্ছে নিষিদ্ধ জাল। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন জানুয়ারির ২১ তারিখের পর থেকে এখন পর্যন্ত পোড়ানো হয়েছে জব্দ করা ১৫টি বেহুন্দি, ২০০টি চটজাল এবং ১০ হাজার মিটারের বেশি কারেন্