এটিই আমার শেষ বিশ্বকাপ, মেসির ঘোষণা
কোনো রাখঢাক নয়; লিওনেল মেসি জানিয়ে দিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ। সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে কথোপকথনকালে আর্জেন্টাইন সুপারস্টার জানান, ২০২২ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি। মেসি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ—নিশ্চিত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’