Ajker Patrika

ফুটবলারদের জন্য বিশেষ অ্যাপ আনছে ফিফা 

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ১৩
ফুটবলারদের জন্য বিশেষ অ্যাপ আনছে ফিফা 

মাঠের পারফরম্যান্স এখন তৎক্ষণাৎ জানতে পারবেন ফুটবলাররা। সেজন্য ‘ফিফা প্লেয়ার অ্যাপ’ নামে এক বিশেষ অ্যাপ বানিয়েছে ফিফা। পেশাদার ফুটবলারদের জন্য গঠিত সংগঠন ফিফপ্রোর সঙ্গে সম্মিলিতভাবে এই অ্যাপ বানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। কাতার বিশ্বকাপেই এই অ্যাপ ব্যবহার করা যাবে। 

ফিফা সভাপতি জিয়ান্না ইনফান্তিনোর ২০২২-২৩ ভিশন সামনে রেখে ফুটবলের প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই অ্যাপ বানানো হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এই অ্যাপ ব্যবহার করা হবে। 

ফিফার এক জরিপে জানা গেছে, খেলোয়াড়েরা তাঁদের পারফরম্যান্স ডেটা জানার ব্যাপারে খুব আগ্রহী। এই অ্যাপ দিয়ে প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচ শেষে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্স সম্পর্কে জানতে পারবেন। 

অ্যাপে যা যা থাকছে

ফুটবল ডেটা মেট্রিক্স
ফিফার উচ্চ প্রশিক্ষিত ফুটবল পারফরম্যান্স বিশ্লেষকদের মাধ্যমে পাওয়া ডেটা আর ট্র্যাকিং ডেটার সম্মিলিত তথ্য পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যায়—পাস দেওয়া বা রিসিভ করার সময় বল দখলে প্রতিপক্ষ কী পরিমাণ চাপ প্রয়োগ করেছে, সবই জানা যাবে। 

খেলোয়াড়দের শারীরিক পারফরম্যান্স পরীক্ষা
স্টেডিয়ামের চারপাশের ক্যামেরার ইন-ট্রাফিকিংয়ের মাধ্যমে মাঠে থাকা খেলোয়াড়দের ডেটা সংগ্রহ করা হবে। কত গতিতে কতটুকু দূরত্ব অতিক্রম করলেন একজন ফুটবলার, ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি গতির অ্যাকশন সংখ্যা, সর্বোচ্চ গতি পজিশনাল হিট ম্যাপে দেখা যাবে। 

ফুটবল ইন্টেলিজেন্স মেট্রিক্স
ফিফার পারফরম্যান্স বিশ্লেষণ এবং দলের ইনসাইট ডেটা নেওয়া হবে। তারপর ডেটাকে অ্যালগরিদম এবং মডেলে ফেলানো হবে। ম্যাচ বিশ্লেষণ করার জন্য এটা সবচেয়ে আকর্ষণীয় পদ্ধতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত