Ajker Patrika

ভাইরাস জ্বরে আক্রান্ত মেসি, অনিশ্চিত জ্যামাইকা ম্যাচে

ভাইরাস জ্বরে আক্রান্ত মেসি, অনিশ্চিত জ্যামাইকা ম্যাচে

কাতার বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আর দুটি ম্যাচ পাচ্ছে আর্জেন্টিনা। তার একটি আগামীকাল।

বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সির রেড বুল অ্যারেনায় আর্জেন্টাইনদের প্রতিপক্ষ জ্যামাইকা। এ ম্যাচ জিতলেই টানা অপরাজিত রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে আসবে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচের আগে এসেছে দুঃসংবাদ। অসুস্থতার কারণে প্রাণভোমরা লিওনেল মেসি নাও খেলতে পারেন।

টিওয়াইসি স্পোর্টস, মুন্দো আলবিসেলেস্তেসহ আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, মেসির শরীরে ইনফ্লুয়েঞ্জার (ভাইরাস জ্বরে) উপসর্গ ধরা পড়েছে। আগামীকাল নাও খেলতে পারেন। ট্রেনিং সেশনে এলেও বেশিক্ষণ অনুশীলন করেননি তিনি। 

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬২ নম্বরে থাকা জ্যামাইকার বিপক্ষে মেসিকে নামিয়ে ঝুঁকি নিতে চান না লিওনেল স্কালোনিও। সে কারণে নিয়মিত অধিনায়কের বিকল্প ভেবে রেখেছেন তিনি। স্কালোনি জানিয়েছেন, মেসির পরিবর্তে খেলবেন হুলিয়ান আলভারেজ। এ ছাড়া আরও একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ। 

নিজেদের সর্বশেষ ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল ও মার্কোস আকুনিয়া। তাঁদের জায়গায় সুযোগ মিলতে পারে আলেক্সিস ম্যাক আলিস্তার, গিদো রদ্রিগেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত