Ajker Patrika

আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে প্রথমার্ধ, বলছেন লুইস

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০৪
আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে প্রথমার্ধ, বলছেন লুইস

উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে স্পেন। ২০১০ বিশ্বকাপের পর এবারই প্রথম সুইজারল্যান্ডের কাছে হারল লা রোজারা। এই হারে হতাশ স্পেন কোচ লুইস এনরিকে। তাঁর মতে, কোচ হিসেবে প্রথমার্ধের সবচেয়ে বাজে শুরুর তালিকায় এটা সবার শীর্ষে।

ম্যাচ হারার পর লুইস বলেছেন, ‘পরাজয় সব সময়ই কষ্টের। এটা দুঃখের বিষয়, কিন্তু আমাদের অবশ্যই সুইজারল্যান্ডকে প্রাপ্য সম্মান দিতে হবে, যারা শুরু থেকে আমাদের খেলায় অনেক সমস্যা সৃষ্টি করেছে। আমার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে প্রথমার্ধ ছিল এই ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করেছিলাম। কিন্তু দ্বিতীয় গোলটির সময় আমরা ভালোভাবে প্রতিহত করতে পারিনি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম।’

কাতার বিশ্বকাপে যাওয়ার আগে দলে জয়ের ধারা ফিরিয়ে আনতে চান লুইস। এ জন্য পরবর্তী ম্যাচে পর্তুগালের বিপক্ষে  জয়ই মূল লক্ষ্য এমনটি জানিয়েছেন তিনি। বার্সেলোনার সাবেক কোচ বলেছেন, ‘মূল খেলা হচ্ছে পর্তুগালে বিপক্ষে। জয়ের লক্ষ্যে আমরা ব্রাগাতে যাব। অবশ্যই, জয়ের ধারায় কাতারে যাওয়া ভালো। বিশ্বকাপে যাওয়ার সঠিক পথ হবে পর্তুগালের বিপক্ষে জয়। তাদের সঙ্গে আমরা তিনবার ড্র করেছি। এ জন্য দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’

দীর্ঘ চার বছর পর নিজেদের মাঠে প্রথমবারের মতো হারল স্পেন। ম্যাচের হিসেবে ২১ ম্যাচ পর। ২-১ গোলে স্পেনকে হারানোর ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে গোল দুটি করেছেন ম্যানুয়েল আকানজি ও বেরেল এমবোলো। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছেন জর্দি আলবা। ২০১৭ সালের পর এই প্রথম দেশের হয়ে গোল পেয়েছেন এই ডিফেন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত