Ajker Patrika

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কাতার বিশ্বকাপে ডেনমার্কের ‘কালো জার্সি’

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কাতার বিশ্বকাপে ডেনমার্কের ‘কালো জার্সি’

কাতার বিশ্বকাপের আয়োজনের কাজে নিয়োজিত শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদ জানাতে ‘কালো জার্সি’ পরে মাঠে নামবে ডেনমার্ক। ড্যানিশ ফুটবল টিমের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠান হামেল এই তথ্য জানিয়েছে।

শোকের প্রতীক হিসেবে কালো রঙের জার্সি বানিয়েছে হামেল। এক বিবৃতিতে ডেনমার্কের কিট সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, আমরা ড্যানিশ ফুটবল দলকে সমর্থন করি কিন্তু একই ভাবে স্বাগতিক কাতারকে সমর্থন দেবো না। আমরা কাতারের স্টেডিয়াম বানাতে প্রবাসী শ্রমিকদের জীবন উৎসর্গের ব্যাপারে একটা বার্তা দিতে চাই। আমরা বিশ্বাস করি, খেলাধুলা পুরো বিশ্বকে একত্রিত করে। আর যখন এটা হবে না, আমরা তার বার্তা দিতে চাই। 

তবে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর ব্যাপারে হামেলের দাবিকে অস্বীকার করেছে কাতার ২০২২ বিশ্বকাপ সুপ্রিম কমিটি। তারা জানিয়েছে, আমরা ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। ফিফা বিশ্বকাপে স্টেডিয়াম ও টুর্নামেন্টের অন্যান্য স্থাপনা নির্মাণে জড়িত ৩০ হাজার শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় আমাদের সত্যিকারের প্রতিশ্রুতিকে এভাবে তুচ্ছ করাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। কাতার সরকার এবং আমরা কঠোর পরিশ্রম করছি যেন টুর্নামেন্টটা ভালোভাবে আয়োজন করতে পারি। 

কাতার বিশ্বকাপকে সামনে রেখে এই নিয়ে তৃতীয় জার্সি বানিয়েছে হামেল। ডেনমার্কের কিট সরবরাহকারী প্রতিষ্ঠান এর আগে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে জার্সি বানিয়েছে। ডেনমার্ক লাল জার্সি পরবে হোম ম্যাচে এবং অ্যাওয়ে ম্যাচে পরবে সাদা জার্সি। এই দুটো জার্সিতে ‘কালো ব্যাজ’ ব্যবহার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত