অন্যের মাছ কেটে চলে তাঁদের জীবিকা
পায়ের ওপর বঁটি রেখে কাঠের পিঁড়িতে বসে আছেন কয়েকজন। এই মাছ কাটতেই দিন শুরু তাঁদের, মাছ কাটতেই দিন শেষ। এতেই চলে জীবন, এতেই সংসার। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে এখানে। উপজেলাবাসী ছোট-বড় যেকোনো অনুষ্ঠানের জন্য মাছ বাজার থেকে কিনে ন