পাঠশালা বন্ধ, পাবজি খোলা
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে দেখা মিলে এমন চিত্র। কী দেখছ? জানতে চাইলে, দুই শিক্ষার্থী বলে, `স্যার অনলাইনে পড়াচ্ছে, আমরা এক সাথে শুনছি।' আমিও শুনি তাহলে? এ প্রশ্নে বিপত্তি বাঁধে শিক্ষার্থীদের।' এরা পাবজি খেলতাছে' বলে দৌড়ে পালায় একজন।