Ajker Patrika

ভ্রাম্যমাণ কনটেইনারে টিকা তৈরির পরিকল্পনা বায়োএনটেকের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৯
ভ্রাম্যমাণ কনটেইনারে টিকা তৈরির পরিকল্পনা বায়োএনটেকের

টিকা প্রস্তুতের জন্য ভ্রাম্যমাণ কনটেইনার ল্যাব তৈরি করছে জার্মানির বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক। এই ল্যাবের মাধ্যমে আফ্রিকার জন্য টিকা তৈরির পরিকল্পনা করছে তারা। আফ্রিকায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 বিশ্বের প্রথম এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা তৈরি করেছে বায়োএনটেক।

বিশ্বে করোনা টিকার ঘাটতি মেটাতে জার্মানির বায়োটেকনোলজি কোম্পানি বছরে কোটি ডোজ টিকা উৎপাদন করেছে। তবে আফ্রিকার মাত্র ১১ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছে। 

মহাদেশ অনুসারে টিকা দেওয়ার হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে আফ্রিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আফ্রিকা এখনো টিকাদান কর্মসূচি প্রসারিত করতে লড়াই করছে।

এরই মধ্যে আফ্রিকার দেশ রুয়ান্ডা, ঘানা ও সেনেগাল বায়োএনটেকের ভ্রাম্যমাণ কনটেইনার ল্যাবের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

‘বায়োএনটেইনার’ নামের ভ্রাম্যমাণ এই ল্যাবের মাধ্যমে বছরে ৫ কোটি ডোজ টিকা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে বায়োএনটেক। এটি জাহাজের মাধ্যমে যেকোনো স্থানে নেওয়া যাবে। 

বায়োএনটেক জানায়,  বিনা মূল্যেই তারা দেশগুলোকে কাঁচামাল, কনটেইনার ও প্রযুক্তি দেবে। এর বিনিময়ে বায়োএনটেক দেশগুলোর কাছ থেকে বিনা মূল্যে পানি, লোকবল ও বিদ্যুৎ চেয়েছে।

উৎপাদিত ভ্যাকসিনগুলো উৎপাদনকারী দেশগুলো নিজ দেশে ব্যবহার করতে পারবে। পাশাপাশি আফ্রিকান ইউনিয়নের অন্যান্য সদস্যের কাছে অলাভজনক মূল্যে রপ্তানি করতে পারবে।

বায়োএনটেকের প্রধান অপারেটিং অফিসার সাইর্ক পোয়েটিং বলেন, ‘আমরা ঝুঁকি নিয়ে অর্থায়ন করছি। এটা আফ্রিকায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’ 

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যে এই ল্যাব থেকে প্রথম টিকা উৎপাদন করবে রুয়ান্ডা, সেনেগাল বা দক্ষিণ আফ্রিকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত