অনলাইন ডেস্ক
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনে এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে বিল গেটস পাকিস্তান সফরে গেছেন। বিল গেটসের সম্মানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
এদিকে টুইটারে ইমরান খান ও বিল গেটসের বৈঠকের ছবি শেয়ার করেছেন সিনেটর ফয়সাল জাভেদ খান। টুইটার পোস্টে তিনি লিখেছেন, বিল গেটস পাকিস্তানের পোলিও নির্মূল পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ন্ত্রণে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কর্মক্ষমতা এবং এহসাস প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন।
ইমরান খান বলেন, ‘বিল গেটসের অনেক কৃতিত্ব রয়েছে। এ ছাড়া তিনি জনহিতকর কাজের জন্যও বিশ্বব্যাপী প্রশংসিত। পোলিও নির্মূল এবং দারিদ্র্য বিমোচনে তাঁর অপরিসীম অবদানের জন্য পাকিস্তান জাতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই।’
আগের দিন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী এবং এনসিওসির প্রধান আসাদ উমর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. ফয়সাল সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন বিল গেটস। এক বিবৃতিতে এনসিওসি বলেছে, সকালে ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বিল গেটস।
সফরকালে বিল গেটসকে এনসিওসির কর্মপদ্ধতি, কোভিড-১৯ শুরু হওয়ার পর এনসিওসির ভূমিকা ও অর্জন, পাকিস্তানে করোনা ভাইরাসের পরিস্থিতি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে ফোরামের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়েছে।
এদিকে রেডিও পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদের একটি অনুষ্ঠানে বিল গেটসকে দারিদ্র্যবিমোচন ও স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিলাল-ই-পাকিস্তান’ পুরস্কার প্রদান করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
বিল গেটস এই সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের পোলিও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তার প্রশংসা করেন ইমরান। বিল গেটসও পাকিস্তানের পোলিও নির্মূলে অগ্রগতির প্রশংসা করেন এবং পাকিস্তানের পোলিও কর্মসূচিতে তাঁর ফাউন্ডেশনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের গণমাধ্যম ডনে এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে বিল গেটস পাকিস্তান সফরে গেছেন। বিল গেটসের সম্মানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
এদিকে টুইটারে ইমরান খান ও বিল গেটসের বৈঠকের ছবি শেয়ার করেছেন সিনেটর ফয়সাল জাভেদ খান। টুইটার পোস্টে তিনি লিখেছেন, বিল গেটস পাকিস্তানের পোলিও নির্মূল পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ন্ত্রণে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কর্মক্ষমতা এবং এহসাস প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন।
ইমরান খান বলেন, ‘বিল গেটসের অনেক কৃতিত্ব রয়েছে। এ ছাড়া তিনি জনহিতকর কাজের জন্যও বিশ্বব্যাপী প্রশংসিত। পোলিও নির্মূল এবং দারিদ্র্য বিমোচনে তাঁর অপরিসীম অবদানের জন্য পাকিস্তান জাতির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই।’
আগের দিন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী এবং এনসিওসির প্রধান আসাদ উমর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. ফয়সাল সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন বিল গেটস। এক বিবৃতিতে এনসিওসি বলেছে, সকালে ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন বিল গেটস।
সফরকালে বিল গেটসকে এনসিওসির কর্মপদ্ধতি, কোভিড-১৯ শুরু হওয়ার পর এনসিওসির ভূমিকা ও অর্জন, পাকিস্তানে করোনা ভাইরাসের পরিস্থিতি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে ফোরামের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়েছে।
এদিকে রেডিও পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদের একটি অনুষ্ঠানে বিল গেটসকে দারিদ্র্যবিমোচন ও স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিলাল-ই-পাকিস্তান’ পুরস্কার প্রদান করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
বিল গেটস এই সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের পোলিও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তার প্রশংসা করেন ইমরান। বিল গেটসও পাকিস্তানের পোলিও নির্মূলে অগ্রগতির প্রশংসা করেন এবং পাকিস্তানের পোলিও কর্মসূচিতে তাঁর ফাউন্ডেশনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৩১ মিনিট আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
২ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
২ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৪ ঘণ্টা আগে