বাংলাদেশে হোন্ডার নতুন এক্সব্লেড PGM-FI উন্মোচন
অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের নতুন সংযোজন এক্সব্লেড PGM-FI বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১৬০ সিসির এই নতুন মোটরসাইকেলটি তরুণ রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে, যা স্টাইল, পারফরম্যান্স এবং নিরাপত্তার এক অনন্য সমন্বয়।