বিজ্ঞপ্তি
অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের নতুন সংযোজন এক্সব্লেড PGM-FI বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১৬০ সিসির এই নতুন মোটরসাইকেলটি তরুণ রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে, যা স্টাইল, পারফরম্যান্স এবং নিরাপত্তার এক অনন্য সমন্বয়।
নতুন এক্সব্লেড উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, "হোন্ডার লক্ষ্য মানুষের জীবনকে আরও গতিময় ও উপভোগ্য করা। নতুন এক্সব্লেড FI সেই লক্ষ্যে আমাদের আরেকটি পদক্ষেপ।"
তিনি জানান, ২০১৯ সালে এক্সব্লেড সিরিজ চালুর পর থেকে বাংলাদেশে ৬০ হাজারের বেশি গ্রাহক এই মডেলের প্রতি আস্থা রেখেছেন। এবার আরও উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এক্সব্লেড FI নতুন প্রজন্মের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এক্সব্লেড PGM-FI-এর বিশেষ ফিচার
✅ ১৬০ সিসি ইউরো ৩ PGM-FI ইঞ্জিন, যা ১৪.৭ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ও প্রতি লিটারে ৬০ কিমি মাইলেজ নিশ্চিত করে।
✅ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থাকছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর, এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ।
✅ আকর্ষণীয় রোবো-ফেস এলইডি হেডলাইট, স্ট্রিট-টেক ডিজিটাল মিটার, শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক ও স্টাইলিশ গ্রাফিক্স।
✅ রাইডারদের স্বাচ্ছন্দ্যের জন্য আরামদায়ক আসন ও স্বল্প রক্ষণাবেক্ষণযুক্ত সিল্ড চেইন।
বাংলাদেশে এক্সব্লেড PGM-FI-এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,০০০ টাকা। এটি পাওয়া যাবে চারটি রঙে:
✅রেডিয়েন্ট রেড মেটালিক
✅ পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক
✅ ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক
✅ পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে
হোন্ডার নতুন এক্সব্লেড PGM-FI ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে হোন্ডার এক্সক্লুসিভ অথরাইজড ডিলার (HEAD) শো-রুমে পাওয়া যাবে।
👉 আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.bdhonda.com
📞 হটলাইন: ০৮০০০৪৩০৪৩০
📌 ফেসবুক পেজ: facebook.com/bdhondaofficial
অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের নতুন সংযোজন এক্সব্লেড PGM-FI বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১৬০ সিসির এই নতুন মোটরসাইকেলটি তরুণ রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে, যা স্টাইল, পারফরম্যান্স এবং নিরাপত্তার এক অনন্য সমন্বয়।
নতুন এক্সব্লেড উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, "হোন্ডার লক্ষ্য মানুষের জীবনকে আরও গতিময় ও উপভোগ্য করা। নতুন এক্সব্লেড FI সেই লক্ষ্যে আমাদের আরেকটি পদক্ষেপ।"
তিনি জানান, ২০১৯ সালে এক্সব্লেড সিরিজ চালুর পর থেকে বাংলাদেশে ৬০ হাজারের বেশি গ্রাহক এই মডেলের প্রতি আস্থা রেখেছেন। এবার আরও উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এক্সব্লেড FI নতুন প্রজন্মের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এক্সব্লেড PGM-FI-এর বিশেষ ফিচার
✅ ১৬০ সিসি ইউরো ৩ PGM-FI ইঞ্জিন, যা ১৪.৭ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ও প্রতি লিটারে ৬০ কিমি মাইলেজ নিশ্চিত করে।
✅ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থাকছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর, এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ।
✅ আকর্ষণীয় রোবো-ফেস এলইডি হেডলাইট, স্ট্রিট-টেক ডিজিটাল মিটার, শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক ও স্টাইলিশ গ্রাফিক্স।
✅ রাইডারদের স্বাচ্ছন্দ্যের জন্য আরামদায়ক আসন ও স্বল্প রক্ষণাবেক্ষণযুক্ত সিল্ড চেইন।
বাংলাদেশে এক্সব্লেড PGM-FI-এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,০০০ টাকা। এটি পাওয়া যাবে চারটি রঙে:
✅রেডিয়েন্ট রেড মেটালিক
✅ পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক
✅ ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক
✅ পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে
হোন্ডার নতুন এক্সব্লেড PGM-FI ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে হোন্ডার এক্সক্লুসিভ অথরাইজড ডিলার (HEAD) শো-রুমে পাওয়া যাবে।
👉 আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.bdhonda.com
📞 হটলাইন: ০৮০০০৪৩০৪৩০
📌 ফেসবুক পেজ: facebook.com/bdhondaofficial
দেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৩৬ মিনিট আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের বলি হলো বোয়িং! চীনের একটি এয়ারলাইনসের জন্য তৈরি একটি বোয়িং জেট বিমান আজ রোববার যুক্তরাষ্ট্রে কোম্পানির উৎপাদন কেন্দ্রে ফেরত এসেছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরেই এমন ঘটনা ঘটল।
৯ ঘণ্টা আগেদেশে গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে এর উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার অনুষ্ঠেয় ৯ম জাতীয় পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
১১ ঘণ্টা আগে