Ajker Patrika

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৪৭
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫’।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫’।

কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫’। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনের সূচনা হয় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী স্মরণ করে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তপন চৌধুরী বলেন, ‘বাবার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধ স্কয়ার গ্রুপকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে উৎকর্ষ, উদ্ভাবন ও বিশ্বমানের পথে।’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

সম্মেলনে অঞ্জন চৌধুরী বিক্রয় পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে আমাদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আরও সুসংগঠিত হতে হবে।’

এ সময় তিনি বিক্রয় ও সেবার মান বৃদ্ধি এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দেন।

উদ্ভাবনকে আরও গতিশীল করতে সম্মেলনে সাতটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়, যা পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা এই আয়োজনে অংশ নেন।

সম্মেলনের শেষ পর্বে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ২০২৪ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি দেন। ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার ছিল অন্যতম আকর্ষণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত