রেকর্ড গড়া মাহমুদউল্লাহর থেকে এখনো শিখছেন মিরাজরা
যত বেশি সমালোচনা, তত বেশি উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ। কোনো এক ম্যাচে ব্যর্থ হলে তাঁকে নিয়ে সমালোচনা তো চলেই। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপও তখন কম হয় না। কিন্তু মাহমুদউল্লাহ ‘সাইলেন্ট কিলারের’ মতো কাজ করে যান। সমালোচনা-বিদ্রূপকে পেছনে ফেলে গড়তে থাকেন একের পর এক রেকর্ড।